Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২ সাম্প্রতিক প্রশ্নোত্তর ( PDF সহ )



Professor's Current Affairs February 2022 PDF


বাংলাদেশ বিষয়াবলী


প্রশ্ন : ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।


প্রশ্ন : APAR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Performance Appraisal Report.

 
প্রশ্ন : ACR’র পূর্ণরূপ কী?
উত্তর : Annual Confidential Report.


প্রশ্ন : দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?
উত্তর: সুরসপ্তক।


প্রশ্ন : দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়াহভিত্তিক প্রথম বন্ড কোনটি?
উত্তর: বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা।


প্রশ্ন : কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’র জনক কে?
উত্তর: সাইফুদ্দাহার শহীদ (সাইফ শহীদ)।


প্রশ্ন : ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মােট জনবল কত?
উত্তর : ২,১০,০০০ (স্বাধীনতার সূচনালগ্নে ছিল মাত্র ৩৩,০০০)।


প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কয়টি অনুষদ রয়েছে?
উত্তর : ১৩টি।


প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপের নাম কী?
উত্তর : আমার বঙ্গবন্ধু।


প্রশ্ন : বাংলাদেশ পর্যটন করপােরেশন (সংশােধন) বিল ২০২২’ অনুসারে পর্যটকের সংজ্ঞা কী?
উত্তর : কেউ নিজের ঘর থেকে ভ্রমণ বা শ্রান্তি বিনােদনের জন্য ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আরেক জায়গায় থাকবে তারাই পর্যটক। তবে চাকরির জন্য কেউ ঐ সময় ঘরের বাইরে থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না।


প্রশ্ন : ১৯ জানুয়ারি ২০২২ প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনােনয়ন পান?
উত্তর: নুসরাত জাহান চৌধুরী। নিয়ােগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম নারী মুসলিম আমেরিকান ফেডারেল বিচারপতি।


প্রশ্ন : বাংলাদেশ সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে?
উত্তর: ইন্দোনেশিয়া।


প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন?
উত্তর: ২৩ জন।


প্রশ্ন : বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি কে?
উত্তর: বিচারপতি কৃষ্ণা দেবনাথ।


প্রশ্ন : বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়?
উত্তর: ২০২২ সালে।

Current Affairs February 2022 আন্তর্জাতিক বিষয়াবলী


প্রশ্ন : মানবদেহে যদি একই সাথে সাধারণ ফ্লু (Flu) ও করােনা (Corona) উপসর্গ থাকে তাহলে তাকে বলা হয়-
উত্তর : ফ্লোরােনা বা ফ্লুরােনা (Flurona)।


প্রশ্ন : ২৮ ডিসেম্বর ২০২১ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কে?
উত্তর: ফিরহাদ হাকিম।


প্রশ্ন : পানির তলদেশে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম কী ?
উত্তর: Taihu tunnel(তাইহু টানেল)।


প্রশ্ন : করােনার অতি সংক্রামক ডেলটা ও অমিক্রনের সংমিশ্রণের নতুন ধরনের নাম কী?
উত্তর : ডেল্টান।


প্রশ্ন : ১ জানুয়ারি ২০২২ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর: আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত।


প্রশ্ন: J-10 কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
উত্তর: চীন।


প্রশ্ন : ‘হাভানা সিনড্রোম’ প্রথম কবে কোথায় দেখা দেয়?
উত্তর : ২০১৬ সালে; কিউবার রাজধানী হাভানায়।


প্রশ্ন : অস্ট্রেলিয়া-জাপান Reciprocal Access Agreement (RAA) নামক চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর : ৬ জানুয়ারি ২০২২।


প্রশ্ন : ১ জানুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্র কোন তিনটি দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে?
উত্তর : ইথিওপিয়া, মালি ও গিনি।


প্রশ্ন : ২৯ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্র কোন ব্যক্তিকে আফগানিস্তানের বিশেষ দূত নিয়ােগ দেয়?
উত্তর: রিনা আমিরি।

দুর্নীতি ধারণা সূচক-২০২১


প্রশ্ন : দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ সুদান।


প্রশ্ন : দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড।


প্রশ্ন : দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৩তম (স্কোর-২৬)।


প্রশ্ন : দুর্নীতি ধারণা সূচক-২০২১ অনুযায়ী উর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৪৭তম।

ক্রীড়াঙ্গন


প্রশ্ন : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে?
উত্তর : হাভিয়ের কাবরেরা। তিনি বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয়।


প্রশ্ন : বাংলাদেশের ১০০তম টেস্ট খেলােয়াড় কে?
উত্তর : মােহাম্মদ নাঈম; নিজেদের ১২৮তম টেস্টে ১০০তম টেস্ট খেলােয়াড় পায় বাংলাদেশ।


প্রশ্ন : ২০২১ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার কে?
উত্তর : মােহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)।


প্রশ্ন : ২০২১ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার কে?
উত্তর: স্মৃতি মান্ধানা (ভারত)।


[ Download ]

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Example Image