০৮ তম শিক্ষক নিবন্ধন ২০১২
১) Certainly, I shall stand by you(Complex).
ক) I shall stand by you and it is certain
খ) It is certain that I shall stand by you
গ) It is certainly that I shall stand by you
ঘ) There is no doubt that I shall stand by you
উত্তরঃ ক) I shall stand by you and it is certain
২) I had a nice dream last night(Interrogative)
ক) Didn’t I had a nice dream last night?
খ) Do not I had a nice dream last night?
গ) Had not I had a nice dream?
ঘ) Had I have a nice dream last night?
উত্তরঃ খ) Do not I had a nice dream last night?
৩) Although he is poor, he is honest(simple)
ক) Despite his poor, he is honest
খ) Despite his honesty, he is poor
গ) Despite his poverty, he is honest
ঘ) In spite of having poor, he is honest
উত্তরঃ গ) Despite his poverty, he is honest
৪) It burns the prettiest of any wood(positive).
ক) No other wood is as pretty as it burns
খ) No other wood burns is as pretty as it
গ) No other wood burns as pretty as it
ঘ) No other wood burn as petty as it
উত্তরঃ গ) No other wood burns as pretty as it
৫) There is only a high school at Satkhira(Negative).
ক) Not more than a high school is at Satkhira
খ) There is not more than a high school is at Satkhira
গ) There is a few school at Satkhira
ঘ) There is nothing but a school at Satkhira
উত্তরঃ খ) There is not more than a high school is at Satkhira
৬) Akhi missed the train(Negative)
ক) Akhi did not catch the train
খ) Akhi did not get the train
গ) Akhi did not get into the train
ঘ) Akhi does not get on the train
উত্তরঃ ক) Akhi did not catch the train
৭) I knew his name(Complex)
ক) I know what is his name
খ) I know what his name is
গ) I knew what was his name
ঘ) I knew what name is
উত্তরঃ[নোটঃ সঠিক উত্তর হবে
I knew what his name was]
৮) We shall not see his like again.
Here ‘like’ is a/an-
ক) Adverb
খ) Noun
গ) preposition
ঘ) Adjective
উত্তরঃ খ) Noun
৯) What is the noun form of ‘know’?
ক) Knowing
খ) knowledge
গ) known
ঘ) knowledgeable
উত্তরঃ খ) knowledge
১০) Shahed did not join army.
Here the word ‘army’ is-
ক) an abstract noun
খ) a common noun
গ) a collective noun
ঘ) a material noun
উত্তরঃ গ) a collective noun
১১) The road runs hill and plain.
ক) by
খ) to
গ) across
ঘ) over
উত্তরঃ গ) across
১২) Piya has slept only three hours.
Which part of speech is the word ‘only’ here?
ক) A noun
খ) An adjective
গ) An adverb
ঘ) A preposition
উত্তরঃ গ) An adverb
১৩) A paragraph has important parts in a single para.
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
উত্তরঃ গ) 3
১৪) আমি তাকে দু’বছর যাবত চিনি।
ক) I have been knowing her for two years
খ) I have known her for two years
গ) I know her for two years
ঘ) I am knowing her two years
উত্তরঃ খ) I have known her for two years
১৫) সূর্য উঠেছে।
ক) The sun has up
খ) The sun is up
গ) The sun had been up
ঘ) The sun has been up
উত্তরঃ খ) The sun is up
১৬) সে গতকাল বাড়ি এসেছে।
ক) He had come home yesterday
খ) He has come home last day
গ) He came home yesterday
ঘ) He had been come home yesterday
উত্তরঃ গ) He came home yesterday
১৭) মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম।
ক) I had seen the nice girl beside the road to sell flowers
খ) I saw the girl on the road to sell the flowers
গ) I saw the girl beside the road to sell the flowers
ঘ) I was seeing the girl beside the road to sell flowers
উত্তরঃ গ) I saw the girl beside the road to sell the flowers
১৮) মোস্তারীরা চার বোন।
ক) Mostari and her sister are in four in number
খ) Mostari has four sisters
গ) Mostari has three sisters
ঘ) Mostari have four sisters
উত্তরঃ ক) Mostari and her sister are in four in number
১৯) লক্ষী আজ স্কুলে আসে নাই।
ক) Laxmi does not come to school today
খ) Laxmi did not come to school that day
গ) Laxmi has not come to school today
ঘ) Laxmi has not been come to school today
উত্তরঃ গ) Laxmi has not come to school today
২০) It is really a vexed question.
ক) এটি প্রকৃতপক্ষে একটি অসহনীয় প্রশ্ন
খ) বাস্তবিকই এটি একটি বিরক্তকর প্রশ্ন
গ) এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তকর প্রশ্ন
ঘ) এটি আসলেই বাজে প্রশ্ন
উত্তরঃ গ) এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তকর প্রশ্ন
২১) The clouds rolled away.
ক) মেঘ চলে গেছে
খ) মেঘ কেটে গেল
গ) মেঘ উড়ে গেল
ঘ) মেঘ চলে গেল
উত্তরঃ খ) মেঘ কেটে গেল
২২) A little learning is a dangerous thing.
ক) অল্প লেখাপড়া ভীষণ ভয়ংকর
খ) স্বল্পবিদ্যা ভয়ংকরী
গ) অল্প বিদ্যা ভয়ংকরী
ঘ) সামান্য বিদ্যা ভীষণ ভয়াবহ
উত্তরঃ[নোটঃ সঠিক উত্তর হবে ‘অল্পবিদ্যা ভয়ংকরী’]
২৩) Sathi is known to me.
ক) সাথী আমার চেনা
খ) সাথী আমার আত্মীয়
গ) সাথী আমার পরিচিত
ঘ) সাথী আমি চিনি
উত্তরঃ গ) সাথী আমার পরিচিত
২৪ Time and tide wait for none.
ক) সময় ও জল কারও জন্য থেমে থাকে না
খ) সময় ও জল অপেক্ষা করে না কখনও
গ) সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না
ঘ) সময় ও স্রোত কখনও অপেক্ষা করে থাকে না
উত্তরঃ গ) সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না
২৫) Don’t cry down your enemy.
ক) শত্রুকে খাটো করে দেখো না
খ) শত্রু থেকে দূরে থাক
গ) শত্রুকে ছোট ভাবতে নাই
ঘ) শত্রুকে আপন ভেবো না
উত্তরঃ ক) শত্রুকে খাটো করে দেখো না
২৭) একটি ত্রিভূজের যে কোনো একটি কোণ
অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
ক) স্থুলকোণী
খ) সূক্ষকোণী
গ) সমকোণী
ঘ) সমবাহু
উত্তরঃ গ) সমকোণী
২৮) একটি সমবাহু ত্রিভূজের উভয় দিকে বর্ধিত
করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
ক) 120°
খ) 60°
গ) 240°
ঘ) 100°
উত্তরঃ গ) 240°
২৯) বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
ক) একটি
খ) চারটি
গ) দুইটি
ঘ) তিনটি
উত্তরঃ ক) একটি
৩০)ত্রিভুজ -এর তিন কোণের সমষ্টি-
ক) 80°
খ) 120°
গ) 160°
ঘ) 180°
উত্তরঃ ঘ) 180°
৩১)tanA =1 হলে, A-এর মান কত ডিগ্রী?
ক) 45°
খ) 30°
গ) 60°
ঘ) 70
উত্তরঃ ক) 45°
৩২) নিচের কোন সূত্রটি সঠিক?
ক) tanθ =1/cosθ
খ) tanθ= cotθ
গ) tanθ =1/cotθ
ঘ) tanθ =cosθ/sinθ
উত্তরঃ গ) tanθ =1/cotθ
৩৩) একটি খুঁটি ভেঙ্গে গিয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দন্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার?
ক) 8 মিটার
খ) 8√3
গ) 16√3
ঘ) 16 মিটার
উত্তরঃ ক) 8 মিটার
৩৪)secθ +tanθ =5/2 হলে,secθ-tanθ এর মান কত ?
ক) 9/4
খ) 2/5
গ) 3
ঘ) 25/4
উত্তরঃ খ) 2/5
৩৫) যদি A=45° হয়, তবে cos2A -এর মান কত?
ক) 1
খ) 1/√2
গ) 0
ঘ) 1/2
উত্তরঃ গ) 0
৩৬) যদি একটি সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হয়, তবে ত্রিভূজের অভিভূজের দৈর্ঘ্য কত?
ক) 9 সেমি
খ) 13 সেমি
গ) 12 সেমি
ঘ) 10 সেমি
উত্তরঃ খ) 13 সেমি
৩৭) নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে?
ক) 2πr
খ) (4/3)πr3
গ) 4πr2
ঘ) πr2
উত্তরঃ ঘ) πr2
৩৮) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?
ক) ২২:৭
খ) ৭:২২
গ) ২২:৬
ঘ) ২২:৫
উত্তরঃ ক) ২২:৭
৩৯) একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক) 2400 বর্গ সেমি
খ) 1200 বর্গ সেমি
গ) 144 বর্গ সেমি
ঘ) 3600 বর্গ সেমি
উত্তরঃ খ) 1200 বর্গ সেমি
৪০) একটি সমান্তর ধারায় 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?
ক) 1771
খ) 1176
গ) 1056
ঘ) 2025
উত্তরঃ ক) 1771
৪১) দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 সংখ্যা দুইটি কী কী?
ক) 70,60
খ) 60,50
গ) 50,40
ঘ) 45,60
উত্তরঃ ঘ) 45,60
৪২) 5 টাকায় 2 টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে?
ক) 1400x টি
খ) 1400/(100+x) টি
গ) (100+x)/1400
ঘ) (1400+x)/100
উত্তরঃ খ) 1400/(100+x) টি
৪৩) 3×0.3 কত?
ক) 1
খ) 0.6
গ) 2
ঘ) 0.45
উত্তরঃ ঘ) 0.45
৪৪) 30 টাকা 75 টাকার শতকরা কত?
ক) 40%
খ) 35%
গ) 25%
ঘ) 43%
উত্তরঃ ক) 40%
৪৫) টাকায় 10 টি দরে লেবু ক্রয় করে 8 টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক) 20%
খ) 25%
গ) 10%
ঘ) 15%
উত্তরঃ খ) 25%
৪৬)(√3)6 = কত?
ক) 9
খ) 27
গ) 28
ঘ) 85
উত্তরঃ খ) 27
৪৭)x+(1/x) =2 হলে, x5+1/(x5) কত?
ক) 2
খ) 4
গ) 27
ঘ) 64
উত্তরঃ ক) 2
৪৮)(2x-6,5)=(4,2y-5) হলে, (x,y) –এর মান কোনটি?
ক) (4,5)
খ) (5,5)
গ) (6,4)
ঘ) (6,5)
উত্তরঃ খ) (5,5)
৪৯) লসাগু নির্ণয় কর: a3-1, 1+a3, 1+a2+a4
ক) a6-1
খ) (a-1)(a3+1)
গ) (a4+1) (a-1)
ঘ) a6+1
উত্তরঃ ক)a6-1
৫০) logx324 =4 হলে, x-এর মান কত?
ক) 3√2
খ) √3
গ) √2
ঘ) √32
উত্তরঃ ক) 3√2
৫১) মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের
মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা যায়?
ক) ১ মাস থেকে দুই ২ মাস
খ) ১ বছর থেকে ২ বছর
গ) ৬ মাস থেকে ১০ বছর
ঘ) ৩ মাস থেকে ৪ মাস
উত্তরঃ গ) ৬ মাস থেকে ১০ বছর
৫২) ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লন্ডন
খ) বার্লিন
গ) আর্জেনটিনা
ঘ) ব্রাজিল
উত্তরঃ ঘ) ব্রাজিল
৫৩) গোলক ভরাট করা খাতা পড়তে
পারে কোন ইনপুট ডিভাইস?
ক) বারকোড রিডার
খ) স্ক্যানার
গ) ওএমআর
ঘ) ওয়েব ক্যাম
উত্তরঃ গ) ওএমআর
৫৪) বাংলাদেশের সংবিধান ২০১১ সাল
পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
ক) ১১
খ) ১৫
গ) ১৩
ঘ) ১৭
উত্তরঃ[নোটঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়েছে]
৫৫) ‘Meteorology’ কি সম্বন্ধীয় বিজ্ঞান?
ক) বিষ সম্পর্কিত বিদ্যা
খ) পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান
গ) উদ্যান বিষয়ক বিজ্ঞান
ঘ) আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান
উত্তরঃ ঘ) আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান
৫৬) ইন্টারনেট কত সালে শুরু হয়?
ক) ১৯৫৯ সালে
খ) ১৯৬৯ সালে
গ) ১৯৭৯ সালে
ঘ) ১৯৮৯ সালে
উত্তরঃ খ) ১৯৬৯ সালে
৫৭) পিলখানায় বিডিয়ার বিদ্রোহ সংঘটিত হয় কবে?
ক) ২৫ ফেব্রুয়ারি, ২০০৯
খ) ২৫ ফেব্রুয়ারি, ২০১০
গ) ২১ আগস্ট, ২০০৯
ঘ) ২১ সেপ্টেম্বর, ২০১০
উত্তরঃ ক) ২৫ ফেব্রুয়ারি, ২০০৯
৫৮) মানব সভ্যতা শুরু হয় কী থেকে?
ক) শিল্প থেকে
খ) কৃষি থেকে
গ) জঙ্গল থেকে
ঘ) আগুনের থেকে
উত্তরঃ খ) কৃষি থেকে
৫৯) বাংলাদেশের ‘White gold’ কোনটি?
ক) ইলিশ
খ) পাট
গ) চিংড়ি
ঘ) রূপা
উত্তরঃ গ) চিংড়ি
৬০) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
ক) উষা
খ) গোধূলি
গ) গুরুবৃত্ত
ঘ) ছায়াবৃত্ত
উত্তরঃ ঘ) ছায়াবৃত্ত
৬১) ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
ক) চীন
খ) যুক্তরাজ্য
গ) রাশিয়া
ঘ) ব্রিটেন
উত্তরঃ ক) চীন
৬২) স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) আবু সাঈদ চৌধুরী
ঘ) সাহাবুদ্দিন আহমেদ
উত্তরঃ খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৩) পামটম কী?
ক) ছোট কুকুর
খ) পর্বতারোহণ সামগ্রী
গ) বাদ্যযন্ত্র
ঘ) ছোট কম্পিউটার
উত্তরঃ ঘ) ছোট কম্পিউটার
৬৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডার সেক্টর-
ক) সেক্টর ১
খ) সেক্টর ১০
গ) সেক্টর ১১
ঘ) সেক্টর ২
উত্তরঃ খ) সেক্টর ১০
৬৫) কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে
বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?
ক) মুসা ইব্রাহীম
খ) নিশাত মজুমদার
গ) এম.এ.মুহিত
ঘ) ওয়াসফিয়া নাজরীন
উত্তরঃ গ) এম.এ.মুহিত
৬৬) কবি জসিমউদ্দীনের ‘কবর’ কবিতাটি
কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক) কালি ও কলম পত্রিকায়
খ) ধূমকেতু পত্রিকা
গ) তত্ত্ববোধিনী পত্রিকা
ঘ) কল্লোল পত্রিকা
উত্তরঃ ঘ) কল্লোল পত্রিকা
৬৭) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি?
ক) কুয়ালালামপুর
খ) পুত্রজায়া
গ) পিনাং
ঘ) কুয়াংটন
উত্তরঃ খ) পুত্রজায়া
৬৮) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক) ১৩৬ তম
খ) ১৩৭ তম
গ) ১৩৮ তম
ঘ) ১৩৯ তম
উত্তরঃ ক) ১৩৬ তম
৬৯) রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?
ক) অণুচক্রিকা
খ) হরমোন
গ) ফিক্সিনোজেন
ঘ) প্রোথোম্বিন
উত্তরঃ খ) হরমোন
৭০) কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
ক) ৫৬ বছর খ) ৬৫ বছর
গ) ৭৬ বছর ঘ) ৮৫ বছর
উত্তরঃ গ) ৭৬ বছর
৭১) একজন পূর্নবয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকে-
ক) ২-৩ লিটার
খ) ৩-৪ লিটার
গ) ৪-৫ লিটার
ঘ) ৫-৬ লিটার
উত্তরঃ ঘ) ৫-৬ লিটার
৭২) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
ক) লর্ড মাউন্টব্যাটন
খ) স্যার পি জে হার্টজ
গ) স্যার উইলিয়াম জোন্স
ঘ) লর্ড ক্যানিং
উত্তরঃ গ) স্যার উইলিয়াম জোন্স
৭৩) সমদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ
নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি-
ক) ১ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা
খ) ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
গ) ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক) ১ লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা
৭৪) ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত
কয়টি রাষ্টের রানী এবং রাষ্ট্রপ্রধান?
ক) ২০ টি
খ) ১৬ টি
গ) ১৪ টি
ঘ) ১০ টি
উত্তরঃ খ) ১৬ টি
৭৫) কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ
২০১০ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক) শিশু মৃত্যু হ্রাস
খ) প্রসূতি মৃত্যু হ্রাস
গ) মাতৃ মৃত্যু হ্রাস
ঘ) শিক্ষার হার বৃদ্ধি
উত্তরঃ ক) শিশু মৃত্যু হ্রাস
৭৬) ‘ফাকা আওয়াজে কাজ আদায়’-এর
সমার্থক বাগধারা কোনটি?
ক) কলকাঠি নাড়া
খ) কুপোকাৎ
গ) কালে ভদ্রে
ঘ) কথায় চিরা ভেজা
উত্তরঃ ঘ) কথায় চিরা ভেজা
৭৭) নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক) টপর
খ) গাছ
গ) মন্ত্রিপরিষদ
ঘ) বালতি
উত্তরঃ গ) মন্ত্রিপরিষদ
৭৮) ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
ক) পাঞ্জাবি
খ) হিন্দি
গ) জাপানি
ঘ) গুজরাটি
উত্তরঃ ঘ) গুজরাটি
৭৯) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
খ) এ কথা প্রমাণ হয়েছে।
গ) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
ঘ) আব্যশক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তরঃ ক) ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
৮০) নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে
ব্যবহৃত হয়েছে?
ক) পাকা আম খেতে মিষ্টি
খ) ছেলেটি অংকে পাকা
গ) পাকা সোনায় খাদ থাকে না
ঘ) শাড়িটির রং পাকা
উত্তরঃ খ) ছেলেটি অংকে পাকা
৮১) ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) তরঙ্গিনী
খ) তটিনী
গ) হিলোল
ঘ) পাথার
উত্তরঃ ঘ) পাথার
৮২) সারাংশ কোন পুরুষে লেখতে হয়?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) প্রথম পুরুষ
ঘ) ওপরের সবগুলো
উত্তরঃ গ) প্রথম পুরুষ
৮৩) ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
ক) বিলুপ্ত বর্নের জন্য
খ) প্রত্যক্ষ উক্তির জন্য
গ) উদ্ধরণ চিহ্নের পূর্বে
ঘ) সমাসবদ্ধ পদের জন্য
উত্তরঃ ক) বিলুপ্ত বর্নের জন্য
৮৪) প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা
কোন ভাষায় লিখতে হয়?
ক) বাংলা ভাষায়
খ) অবস্থানকারী দেশের নাম
গ) প্রেরকের নিজের ভাষায়
ঘ) ইংরেজি ভাষায়
উত্তরঃ ঘ) ইংরেজি ভাষায়
৮৫) ‘পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পরী+ইক্ষা
খ) পরি+ঈক্ষা
গ) পরী+ঈক্ষা
ঘ) পরি+ইক্ষা
উত্তরঃ খ) পরি+ঈক্ষা
৮৬) ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
ক) ভাবার্থ
খ) মর্মার্থ
গ) সারভাব
ঘ) ভাবসম্প্রসারণ
উত্তরঃ ঘ) ভাবসম্প্রসারণ
৮৭) ‘সময়ে কাজে না আসলে অসময়ে পথে ফেরানো
কঠিন’-এ অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?
ক) নিগুন পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
খ) উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
গ) নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে না বিশ্বাস করি
ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
উত্তরঃ ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
৮৮) সারাংসে কোনটি প্রয়োজন নেই?
ক) অলঙ্কার
খ) প্রাঞ্লতা
গ) সরলতা
ঘ) সংক্ষেপণ
উত্তরঃ ক) অলঙ্কার
৮৯) বাংলা ভাষার মূল উৎস কোনটি?
ক) কানাড়ি ভাষা
খ) বৈদিক ভাষা
গ) হিন্দি ভাষা
ঘ) প্রাকৃত ভাষা
উত্তরঃ ঘ) প্রাকৃত ভাষা
৯০) ‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ?
ক) ওলন্দাজ
খ) জাপানি
গ) ফরাসি
ঘ) ইংরেজি
উত্তরঃ গ) ফরাসি
৯১) ‘বুনো’ কোন ভাষারীতির শব্দ?
ক) সাধু ভাষা
খ) কথ্য ভাষা
গ) আঞ্চলিক ভাষা
ঘ) চলিত ভাষা
উত্তরঃ ঘ) চলিত ভাষা
৯২) বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) প্যারীচাদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৩) সাধারণত পত্রের দুটি অংশ থাকে এগুলো কী?
ক) প্রেরক ও প্রাপকের ঠিকানা
খ) শিরোনাম ও পত্রগর্ব
গ) লেখকের স্বাক্ষর ও নাম
ঘ) প্রেরকরে ঠিকানা
উত্তরঃ খ) শিরোনাম ও পত্রগর্ব
৯৪) নিচের কোন বানান টি শুদ্ধ?
ক) মুহুর্ত
খ) মুহর্ত
গ) মূহুর্ত
ঘ) মুহূর্ত
উত্তরঃ ঘ) মুহূর্ত
৯৫) ‘চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
ক) ভরাডুবি
খ) তামার বিষ
গ) রাবনের চিতা
ঘ) আকাশ ভেঙ্গে পড়া
উত্তরঃ গ) রাবনের চিতা
৯৬) নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
ক) বকধার্মিক-বিড়াল তপস্বী
খ) মণিকাঞ্চন যোগ-সোনায় সোহাগা
গ) ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
ঘ) অন্ধের যষ্ঠি-অন্ধের নড়ি
উত্তরঃ গ) ব্যাঙের আধুলি-ব্যাঙের সর্দি
৯৭) ‘আশীবিষ’ কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি সমাস
খ) দ্বিগু সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) নিত্য সমাস
উত্তরঃ ক) বহুব্রীহি সমাস
৯৮) সমাস সাধিত পদ কোনটি?
ক) চাষী
খ) মানব
গ) দম্পতি
ঘ) বোনাই
উত্তরঃ গ) দম্পতি
৯৯) ‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ?
ক) বাংলা
খ) সংস্কৃত
গ) পর্তুগিজ
ঘ) হিন্দি
উত্তরঃ খ) সংস্কৃত
১০০) উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তরঃ ক) দুই প্রকার
⬇ Pdf ফাইল ডাউনলোড করুন