pdf ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
০৭ তম শিক্ষক নিবন্ধন ২০১১
১) বর্ষা শুরু হয়েছে।
ক) The rain has set in
খ) The rains have set in
গ) The rains have set on
ঘ) The rain has set out
উত্তরঃ খ) The rains have set in
২) সে দিন এনে দিন খায়।
ক) He lives from hand to mouth
খ) He lives by hand to mouth
গ) He lives day by day
ঘ) He eats day by day
উত্তরঃ ক) He lives from hand to mouth
৩) সে বলল যে সে যাবে।
ক) He said that he will go
খ) He said that he would went
গ) He said that he will went
ঘ) He said that he would go
উত্তরঃ ঘ) He said that he would go
৪) আমি বরং মরব কিন্ত ভিক্ষা করব না।
খ) I would rather to die than to beg
গ) I would die than beg
ঘ) I would die rather beg
উত্তরঃ খ) I would rather to die than to beg
৫) সে হাসতে হাসতে চলে গেল।
ক) He went away laugh
খ) He went away to laugh
গ) He went away laughing and laughing
ঘ) He went away laughing
উত্তরঃ ঘ) He went away laughing
৬) আমি এটা না করে পারলাম না।
ক) I could not help do it
খ) I could not help doing it
গ) I could not help to do it
ঘ) I could not but did it
উত্তরঃ খ) I could not help doing it
৭) I do not take tea.
ক) আমি চা খাই
খ) আমি চা পান করি না।
গ) আমি চা খাব না।
ঘ) আমি চা আনি না।
উত্তরঃ খ) আমি চা পান করি না।
৮) Look before you leap.
ক) লাফ দেবার আগে তাকাও।
খ) ভাবিয়া করিও কাজ।
গ) আগে ভাবিয়া পরে লাফ দিবে।
ঘ) দেখে নাও পরে লাফ দাও।
উত্তরঃ খ) ভাবিয়া করিও কাজ।
৯) It is raining cats and dog.
ক) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
খ) কুকুর বিড়ালের মত বৃষ্টি হচ্ছে।
গ) ইহা বৃষ্টি হচ্ছে কুকুর বিড়ালের মত।
ঘ) কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে।
উত্তরঃ ক) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
১০) He has killed himself.
ক) সে তোমাকে হত্যা করেছে।
খ) সে তাকে হত্যা করেছে।
গ) সে মারা গেছে।
ঘ) সে আত্মহত্যা করেছে।
উত্তরঃ ঘ) সে আত্মহত্যা করেছে।
১১) Diamond cuts diamond.
ক) সঙ্গ দোষে নষ্ট।
খ) সঙ্গ দেখে লোক চেনা যায়।
গ) সৎ সঙ্গে সর্গ বাস।
ঘ) মানিকে মানিক চেনে।
উত্তরঃ ঘ) মানিকে মানিক চেনে।
১২) I am badly hard up.
ক) আমি অস্যহ হয়ে ওঠেছি।
খ) আমি এক কথার মানুষ।
গ) আমি কঠিন অসুখে ভুগছি।
ঘ) আমার টাকার খুব অনটন হয়েছে।
উত্তরঃ ঘ) আমার টাকার খুব অনটন হয়েছে।
১৩) He is only five.(Negative)
ক) He is not less than five
খ) He is not only five
গ) He is above not five
ঘ) He is not aged five
উত্তরঃ ক) He is not less than five
১৪) If he does not do,he will die.(Compound)
ক) Do and die
খ) Do or die
গ) He cannot do and die
ঘ) Let him do or he will die
উত্তরঃ ঘ) Let him do or he will die
১৫) Everybody knows this.(Interrogative)
ক) Does anybody knows this?
খ) Who does not knows this?
গ) Who do not knows this?
ঘ) Do anybody know this?
উত্তরঃ খ) Who does not knows this?
১৬) I wish I were an ideal teacher.(Exclamatory)
ক) If I were an ideal teacher!
খ) How an ideal teacher I was!
গ) What an ideal teacher I was!
ঘ) If an an ideal teacher I was!
উত্তরঃ ক) If I were an ideal teacher!
১৭) I must go there.(negative)
ক) I cannot but going there
খ) I cannot help go there
গ) I cannot but go there
ঘ) I must not go there
উত্তরঃ গ) I cannot but go there
১৮) Move and die.(simple)
ক) If you move, you will die
খ) By moving you will die
গ) Without moving you will die
ঘ) If you do not move, you will die
উত্তরঃ খ) By moving you will die
১৯) Though he tried hard, he failed.(Compound)
ক) He tried and failed
খ) In spite of his trying hard, he failed
গ) He tried hard but failed
ঘ) But for his trying hard, he failed
উত্তরঃ গ) He tried hard but failed
২০) What is the noun form of ‘beautiful’?
ক) beauty খ) beautify
গ) beautifully ঘ) beauteous
উত্তরঃ ক) beauty
২১) He is justice of the high court.Here ‘justice’ is a/an
noun.
ক) abstract
খ) material
গ) proper
ঘ) common
উত্তরঃ ঘ) common
২২) He raised his hand. Here ‘raised’ is a verb.
ক) copulative
খ) cognate
গ) factitive
ঘ) causative
[note: verb-এর পর object থাকলে
transitive verb বলে। Raise- এর পর hand(object)
থাকায় raise এখানে transitive verb]
২৩) An adverb does not modify-
ক) nouns
খ) adjectives
গ) verbs
ঘ) adverbs
উত্তরঃ ক) nouns
২৪) Which pen do you want?
Here ‘which’ is a/an-
ক) adjective
খ) pronoun
গ) conjunction
ঘ) interjection
উত্তরঃ ক) adjective
২৫) A paragraph must have theme/themes.
ক) one
খ) two
গ) three
ঘ) four
উত্তরঃ ক) one
২৬) প্রথম 6টি 7-এর অযুগ্ম গুনিতকের গড় কত?
ক) 40
খ) 41
গ) 42
ঘ) 43
উত্তরঃ গ) 42
২৭) A:B=3:4 এবং B:C=6:5 হলে, A:C কত হবে?
ক) 3:4
খ) 9:10
গ) 10:9
ঘ) 4:9
উত্তরঃ খ) 9:10
২৮) 10 টাকায় 12 টি দরে জিনিষ ক্রয় করে 10 টাকায় 8 টি দরে বিক্রয় করলে
শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক) 25% লাভ
খ) 25% ক্ষতি
গ) 50 ক্ষতি
ঘ) 50% লাভ
উত্তরঃ ঘ) 50% লাভ
২৯) 425 টাকায় 4 বছরের সুদ 85 টাকা হলে,
সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
ক) 5%
খ) 9%
গ) 4%
ঘ) 7%
উত্তরঃ ক) 5%
৩২) k-এর কোন মানের জন্য 2x+5y+8=0 এবং 2x-ky=3 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না?
ক) -5
খ) 5
গ) 0
ঘ) 1/5
উত্তরঃ ক) -5
৩৩)ƒ(x)=x3+kx2-4x-8 হয়, তাহলে k-এর কোন মানের জন্যƒ(-2)=0
ক) 2
খ)-2
গ)1/2
ঘ)-1/2
উত্তরঃ ক) 2
৩৪) 2x+2/x=3 হলে,x3+1/3+2 -এর মান কত?
ক)5/8
খ)7/8
গ)9/8
ঘ)11/8
উত্তরঃ খ) 7/8
৩৫) x+y=8, x-y= 2 হলে,2x2+2y2 এর মান কত?
ক) 64
খ) 72
গ) 70
ঘ) 68
উত্তরঃ ঘ) 68
৩৬) একটি চতুর্ভূজের চারটি বাহুর মধ্যবিন্দু
পরস্পর যুক্ত করলে কীরূপ ক্ষেত্র পাওয়া যাবে?
ক) বর্গক্ষেত্র
খ) আয়তক্ষেত্র
গ) ট্রাপিজিয়াম
ঘ) সামান্তরিক
উত্তরঃ ঘ) সামান্তরিক
৩৭)∆ABC ত্রিভূজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। ∠ACD=160°; ∠ABC=7∠BAC হলে, ∠BAC –এর মান কত? –এর মান কত?
ক) 20°
খ) 40°
গ) 60°
ঘ) 70°
উত্তরঃ ক) 20°
৩৮) একটি সমকোণী ত্রিভূজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে,
ক্ষুদ্রতম কোণের মান কত?
ক) 38°
খ) 41°
গ) 42°
ঘ) 39°
উত্তরঃ গ) 42°
৩৯) দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল। বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি। অপর বৃত্তের ব্যাসার্ধ কত?
ক) 2 সে.মি.
খ) 4 সে.মি.
গ) 6 সে.মি.
ঘ) 8 সে.মি.
উত্তরঃ খ) 4 সে.মি.
৪০) ত্রিভূজের কোণগুলো অন্তঃসমদ্বিখন্ডকত্রয়ের ছেদ বিন্দুটির নাম কী?
ক) ভরকেন্দ্র
খ) পরিকেন্দ্র
গ) লম্বকেন্দ্র
ঘ) অন্তঃকেন্দ্র
উত্তরঃ ঘ) অন্তঃকেন্দ্র
৪১) 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30° কোণ
উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে।
দেয়ালটির উচ্চতা কত?
ক) 6 মিটার
খ) 9 মিটার
গ) 12 মিটার
ঘ) মিটার
উত্তরঃ খ) 9 মিটার
৪২)sin221° + sin269° -এর মান কত?
ক) 1
খ) -1
গ) 1/2
ঘ) 1/√2
উত্তরঃ ক) 1
৪৩)sinθ =5/13 হলে,tanθ -এর মান কত?
ক) 3/4
খ)5/12
গ)12/13
ঘ)5/13
উত্তরঃ খ) 5/12
৪৫)secθ =2 হলে, θ এর মান কত?
ক) 0°
খ) 30°
গ) 45°
ঘ) 60°
উত্তরঃ ঘ) 60°
৪৭) একটি ট্রাপিজিয়াম আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 1 সেমি এবংএদের লম্ব দূরত্ব 2 সেমি। পাতটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
উত্তরঃ ঘ) 4
৪৮) একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে।রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) 225∏
খ) 169 ∏
গ) 121 ∏
ঘ) 144 ∏
উত্তরঃ ক) 225∏
৪৯) একটি চাকার ব্যাস 4.2 মিটার। চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
ক) 32
খ) 30
গ) 25
ঘ) 22
উত্তরঃ গ) 25
৫০) একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.।
বেলুনের ভূমির ব্যাসার্ধ কত?
ক) 5 সে.মি.
খ) 4 সে.মি.
গ) 3 সে.মি.
ঘ) 6 সে.মি.
উত্তরঃ গ) 3 সে.মি.
৫১) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
ক) প্রধানমন্ত্রী
খ) স্পীকার
গ) রাষ্ট্রপতি
ঘ) প্রধান বিচারপতি
উত্তরঃ গ) রাষ্ট্রপতি
৫২) মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?
ক) ২নং
খ) ৮নং
গ) ১০নং
ঘ) ১১নং
উত্তরঃ খ) ৮নং
৫৩) ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?
ক) শায়েস্তা খান
খ) ইসলাম খান
গ) ইব্রাহিম খান
ঘ) আলীবর্দি খান
উত্তরঃ খ) ইসলাম খান
৫৪) বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে?
ক) ২৯ ভাগ
খ) ১৯ ভাগ
গ) ১৭ ভাগ
ঘ) ২৩ ভাগ
উত্তরঃ গ) ১৭ ভাগ
৫৫) সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই?
ক) শ্রীলংকা
খ) নেপাল
গ) ভুটান
ঘ) মালদ্বীপ
উত্তরঃ ঘ) মালদ্বীপ
৫৬) ইউরোপীয় বণিকদেরে মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা?
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
ঘ) পর্তুগিজরা
উত্তরঃ ঘ) পর্তুগিজরা
৫৭) থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?
ক) থাকসিন সিনাওয়াত্রা
খ) ভূমিবল
গ) ইংলাক সিনাওয়াত্রা
ঘ) লুরা সিনচিলা
[নোটঃ থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর প্রাইউথ শান-উশা]
৫৮) মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে?
ক) কানাডা
খা) জাপান
গ) নরওয়ে
ঘ) সুইডেন
উত্তরঃ খ) জাপান
৫৯) জাপানের পার্লামেন্টের নাম কী?
ক) নেসেট
খ) ডায়েট
গ) ফোকেটিং
ঘ) মিরামি
উত্তরঃ খ) ডায়েট
৬০) যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা?
ক) লুসিয়ানা
খ) আলাস্কা
গ) ফ্লোরিডা
ঘ) ওহাইও
উত্তরঃ ক) লুসিয়ানা
৬১) নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়?
ক) মাউরি
খ) ডাচ
গ) তাতারু
ঘ) আজি
উত্তরঃ ক) মাউরি
৬২) বিশ্ব ব্যাংকের অঙ্গসংস্থা নয় কোনটি?
ক) IBRD
খ) IDA
গ) IMF
ঘ) IFC
উত্তরঃ গ) IMF
৬৩) দুধে থাকে কোন এসিড?
ক) ফলিক এসিড
খ) টারটারিক এসিড
গ) ল্যাকটিক এসিড
ঘ) সাইট্রিক এসিড
উত্তরঃ গ) ল্যাকটিক এসিড
৬৪) ১ মেগাবাইট=কত কিলোবাইট?
ক) ১০০০
খ) ৫১২
গ) ১০২৬
ঘ) ১০২৪
উত্তরঃ ঘ) ১০২৪
৬৫) বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
ক) ৩ মাস
খ) ৪ মাস
গ) ৫ মাস
ঘ) ৬ মাস
উত্তরঃ ঘ) ৬ মাস
৬৬) ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) মুনীর চৌধুরী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দিন
উত্তরঃ খ) মুনীর চৌধুরী
৬৭) এপিকালচার বলতে কী বুঝায়?
ক) রেশমের চাষ
খ) মৌমাছি চাষ
গ) মৎস চাষ
ঘ) পাখিপালন
উত্তরঃ খ) মৌমাছি চাষ
৬৮) অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে?
ক) হেলেন কিলার
খ) ব্রেইল
গ) এডিশন
ঘ) ডেভিট বোর
উত্তরঃ খ) ব্রেইল
৬৯) বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জাপান
গ) বৃটেন
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক) চীন
৭০) ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?
ক) ইতালি
খ) স্পেন
গ) ব্রাজিল
ঘ) উরুগুয়ে
উত্তরঃ খ) স্পেন
৭১) ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক) লিও জিয়াওবো
খ) মারিও ভার্গাস
গ) পিটার ডায়মন্ড
ঘ) আকিরা সুজিকি
উত্তরঃ ক) লিও জিয়াওবো
৭২) বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময়
চুক্তি আছে কোন দেশের?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) মায়ানমার
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ ভারত ও থাইল্যান্ড
৭৩) কোন দেশের মুদ্রায় বৃটেনের রানীর ছবি আছে?
ক) কানাডা
খ) ফ্রান্স
গ) বেলজিয়াম
ঘ) নরওয়ে
উত্তরঃ ক) কানাডা
৭৪) ২০১০ জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত?
ক) ৬ষ্ঠ-৮ম শ্রেণী
খ) ৮ম-১০ম শ্রেণী
গ) ৯ম-১০ম শ্রেণী
ঘ) ৯ম-দ্বাদশ শ্রেণী
উত্তরঃ ঘ) ৯ম-দ্বাদশ শ্রেণী
৭৫) ৫ম আদমশুমারি প্রাথমিক রিপোর্ট অনুযায়ি,
জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
ক) ঢাকা
খ) কুমিল্লা
গ) বরিশাল
ঘ) সিলেট
উত্তরঃ গ) বরিশাল
৭৬) নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
ক) গিন্নী
খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি
উত্তরঃ ক) গিন্নী
৭৭) বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে?
ক) দাঁড়ি
খ) কোলন
গ) কমা
ঘ) ড্যাস
উত্তরঃ গ) কমা
৭৮) নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক) ডাব খ) সচিব
গ) কুচ্ছিত ঘ) বালতি
উত্তরঃ খ) সচিব
৭৯) ‘যার কোন মূল্য নেই’-এর সমার্থক বাগদারা কোনটি?
ক) ডাকা বুকো
খ) তুলসী বনের বাঘ
গ) কাঠের পুতুল
ঘ) ঢাকের বায়া
উত্তরঃ ঘ) ঢাকের বায়া
৮০) সংবাদপত্র প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ
কোন ধরনের পত্র?
ক) বিজ্ঞপ্তি
খ) অভিযোগপত্র
গ) চুক্তিপত্র
ঘ) প্রতিবেদন
উত্তরঃ ক) বিজ্ঞপ্তি
৮১) নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক) তুলা
খ) শুকনো
গ) পড়িল
ঘ) সহিত
উত্তরঃ খ) শুকনো
৮২) ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’-
বাগদারাটির সঠিক অর্থ কোনটি?
ক) যার কোনো প্রকার ক্ষমতা নেই
খ) অন্তঃসারশূন্য অবস্থা
গ) ক্ষমতাশীল দম্ভ প্রকাশ
ঘ) অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
উত্তরঃ ঘ) অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
৮৩) কোনটির অভাবে চিঠি লেখার উদ্দ্যেশ ব্যর্থ হয়?
ক) প্রেরকের ঠিকানা
খ) প্রাপকের ঠিকানা
গ) পত্রগর্ভ
ঘ) স্বাক্ষর ও তারিখ
উত্তরঃ খ) প্রাপকের ঠিকানা
৮৪) ‘দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।
–বাক্যে কোন দোষে দুষ্ট?
ক) বাহুল্য দোষ
খ) উপমার ভূল প্রয়োগ
গ) গুরুচন্ডালি দোষ
ঘ) অপ্রচলিত শব্দের ব্যবহার
উত্তরঃ ক) বাহুল্য দোষ
৮৫) ‘সাক্ষী গোপাল’ বাগদারাটির অর্থ কী?
ক) অপধার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিষ্কিয় দর্শক
উত্তরঃ ঘ) নিষ্কিয় দর্শক
৮৬) ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
ক) পাঞ্জাবি
খ) পর্তুগিজ
গ) গুজরাটি
ঘ) ফরাসি
উত্তরঃ খ) পর্তুগিজ
৮৭) ‘গরমিল’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মিল ও অমিল
খ) অমিলের সদৃশ
গ) মিলের অভাব
ঘ) গর ও মিল
উত্তরঃ গ) মিলের অভাব
৮৮) সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
ক) কমা
খ) ড্যাস
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
উত্তরঃ ক) কমা
৮৯) প্রাপক বয়সে বড় হলে প্রেরকের স্বাক্ষরের
আগে কোন শব্দটি ব্যবহার করবে?
ক) প্রীতিমুগ্ধ
খ) আশীর্বাদ
গ) শুভাকাঙ্ক্ষী
ঘ) স্নেহভাজন
উত্তরঃ ঘ) স্নেহভাজন
৯০) নিচের কোন বাগদারাটি ভিন্নার্থক?
ক) সুখের পায়া
খ) শরতের শিশির
গ) দুধের মাছি
ঘ) লক্ষ্মীর বরযাত্রী
[নোটঃ অপশনে উল্লিখিত চারটি বাগদারার অর্থ ‘সুসময়ের বন্ধু’]
৯১) বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১২টি
[নোটঃ টেক্সট বুক বোর্ড প্রকাশিত মুনীর চৌধুরী
রচিত ৯ম-১০ম শ্রেণীর ব্যাকরণ বইয়ের তথ্য অনুযায়ী ১২টি।
তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে ১১টি পাওয়া যায়।]
৯২) নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মধুসুদন দত্ত
খ) মধূসুদন দত্ত
গ) মধুসূধন দত্ত
ঘ) মধুসুদন দত্ত
উত্তরঃ গ) মধুসূধন দত্ত
৯৩) নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্তপদ?
ক) সাতসমুদ্র
খ) প্রতিদিন
গ) নীলকন্ঠ
ঘ) মুখেভাত
উত্তরঃ ক) সাতসমুদ্র
৯৪) যে যে পদ সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
ক) ব্যাসবাক্য
খ) সমস্যমান পদ
গ) সমস্তপদ
ঘ) উত্তরপদ
উত্তরঃ খ) সমস্যমান পদ
৯৫) শিরোনামের প্রধান অংশ কোনটি?
ক) ডাকটিকেট
খ) পোস্টাল কোড
গ) প্রেরকের ঠিকানা
ঘ) প্রাপকের ঠিকানা
উত্তরঃ ঘ) প্রাপকের ঠিকানা
৯৬) ‘ইদুর কপালে’-এর বিপরীতার্থ বাগদারা কোনটি?
ক) অদৃষ্টের পরিহাস
খ) চাঁদের হাট
গ) একাদশে বৃহস্পতি
ঘ) কেউকাটা
উত্তরঃ গ) একাদশে বৃহস্পতি
৯৭) নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
ক) কুচ্ছিত
খ) ভবন
গ) পাত্র
ঘ) গৃহিণী
উত্তরঃ ক) কুচ্ছিত
৯৮) ‘গুনহীনের বৃথা আস্ফালন’-
এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়?
ক) আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
খ) অসারের তর্জন গর্জন সার
গ) কানা ছেলের নাম পদ্মলোচন
ঘ) ঘুঘু দেখেছো, ফাঁদ দেখ নি
উত্তরঃ খ) অসারের তর্জন গর্জন সার
৯৯) পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
ক) আনসার
খ) আলমারি
গ) গুদাম
ঘ) চাহিদা
উত্তরঃ ঘ) চাহিদা
১০০) নিচের কোন শব্দটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) মাথা ব্যথা
খ) মাথা ঘামান
গ) মাথা ধরা
ঘ) মাথা দেয়া
উত্তরঃ গ) মাথা ধরা
Download pdf file