জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ‘প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হবে। সব বাংলাদেশি নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা
পদসংখ্যা
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে (ডিভিএম) স্নাতক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া অ্যানিম্যাল হাজবেন্ড্রি প্রাণিসম্পদ অধিদপ্তরের এ জাতীয় সমাপ্ত প্রকল্পে চাকরির বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য ৩ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ৫৩ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের (www.natpdls.gov.bd) ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। এবং পূরণকৃত ফরমের তিন কপি ‘সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশে সচিবালয় এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ টু’ বরাবর পাঠাতে হবে। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আগামী ৩ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ১৪ ডিসেম্বর, ২০১৮।