প্রশ্ন : আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : বিষুব রেখা।
প্রশ্ন : আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : ককর্টক্রান্তি রেখা।
প্রশ্ন : আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : মকরক্রান্তি রেখা।
প্রশ্ন : গরিলা ও শিম্পাঞ্জি আফ্রিকার কোন বনভূমিতে বাস করে?
উত্তর : নিরীয় নিবিড় বনভূমি।
প্রশ্ন : আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ?
উত্তর : আড়াই গুণ।
প্রশ্ন : কালাহারি মালভূমি কোথায় অবস্থিত? উত্তর : দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায়।
প্রশ্ন : সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? উত্তর : কেনিয়া, সুদান, তানজানিয়া ও জিম্বাবুয়ে।
প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর : সাহারা (৩৫,০০,০০০ বর্গ কি.মি.)।
প্রশ্ন : আফ্রিকার আয়তন কত?
উত্তর : ২,৯৮,০৫,০৪৮ বর্গ কি.মি.।
প্রশ্ন : আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর : ২০.৬%।
প্রশ্ন : আফ্রিকা মহাদেশের অবস্থান?
উত্তর : নিররেখার দু’পাশে।
প্রশ্ন : প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হতো?
উত্তর : অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
প্রশ্ন : আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন : আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কী?
উত্তর : মাদাগাস্কার।
প্রশ্ন : আফ্রিকার সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কোনটি?
উত্তর : কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)।
প্রশ্ন : কিলিমাঞ্জারো পবর্তশৃঙ্গ কোন দেশে অবস্থিত?
উত্তর : তাঞ্জানিয়া।
প্রশ্ন : ইউরোপের মোট উপকূল রেখা কত?
উত্তর : ৪১,২০৪ কি.মি.।
প্রশ্ন : আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান?
উত্তর : পাঁচ ভাগের একভাগ।
প্রশ্ন : ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান?
উত্তর : ক্যাস্পিয়ান সাগর।
প্রশ্ন : ইউরোপের দীঘর্তম নদী কোনটি?
উত্তর : ভলগা।
প্রশ্ন : ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কী কী?
উত্তর : ভিসুুভিয়াস (ইটালি), ইটনা (সিসিলি)।
প্রশ্ন : আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া (১, ৬৯, ৯৫, ৮০০ বর্গ কি. মি.)।
প্রশ্ন : লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কী?
উত্তর : দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন।
প্রশ্ন : দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : ব্যাক ফরেস্ট থেকে।
প্রশ্ন : ভলগা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর : ক্যাম্পিয়ান সাগর।
প্রশ্ন : কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত?
উত্তর : টেমস।
প্রশ্ন : পৃথিবীর সবর্বৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি?
উত্তর : ডগাসর্ ব্যাংক।
প্রশ্ন : ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন?
উত্তর : আদ্রর্।
প্রশ্ন : ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পবর্ত অবস্থিত?
উত্তর : পিরেনীজ পবর্ত।
প্রশ্ন : ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : ভলদাই পবর্ত (রাশিয়া)।
প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ কোনটি?
উত্তর : ইউরো টানেল।
প্রশ্ন : ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভ‚মি কোনটি?
উত্তর : মধ্য ইউরোপের সমভ‚মি।
প্রশ্ন : ইউরোপের উচ্চতা পবর্তশ্রেণি কোনটি?
উত্তর : আল্পাস।
প্রশ্ন : ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তর : আল্পস পবর্তমালা।
প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?
উত্তর : মাউন্ট ব্যাঙ্ক (৪৮০৭ মিটার)।
প্রশ্ন : ইউরোপের সবোর্চ্চ বিন্দু কোনটি?
উত্তর : এলবুর্জ(৫৬৪১.৮ মিটার)।