ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

প্রাথমিক গণিত - অধ্যায় ৫


পঞ্চম অধ্যায় 

১। গ.সা.গু. এর পূণর্রূপ লিখ। 

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

২। ল.সা.গু. এর পূণর্রূপ লিখ।

উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক

৩। গুণনীয়কের অপর নাম কী?

উত্তর : উৎপাদক

৪। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়?

উত্তর : গ.সা.গু.

৫। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?

উত্তর : ২

৬। কোন সংখ্যা যেকোন সংখ্যারই গুণনীয়ক?

উত্তর : ১

৭। ২৪ এর উৎপাদক কয়টি?

উত্তর : ৮টি

৮। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত?

উত্তর : ১


৯। ৩ ও ৫ এর গ.সা.গু. কত? 

উত্তর : ১

১০। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে? 

উত্তর : ল.সা.গু.

১১। ৭ এর প্রথম চারটি গুণিতক লিখ।

উত্তর : ৭, ১৪, ২১, ২৮

১২। ১৮, ২৪ ও ৩৬ এর ল.সা.গু. কত?

উত্তর : ৭২

১৩। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে? 

উত্তর : ল.সা.গু.

১৪। ২৪ ও ৩৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত?

উত্তর : ৭২

১৫। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে?

উত্তর : ১

১৬। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি?

উত্তর : ২টি

১৭। দুইটি মৌলিক সংখ্যার সবোর্চ্চ গুণফল কত?

উত্তর : সংখ্যা দুটির গুণফল

১৮। ২৪ ও ৩০ এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত?

উত্তর : ৬

১৯। ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি?

উত্তর : ২ ´ ২ ´ ৩ ´ ৫

২০। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নিণর্য় করা যায়?

উত্তর : ২টি

২১। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?

উত্তর : ৬

২২। ২৪ এর গুণিতক কতটি?

উত্তর : অসংখ্য

২৩। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি?

উত্তর : ২টি

২৪। ২,৩,৫ ও ৭ এর গ.সা.গু. কত?

উত্তর : ১

২৫। ১৮ এর তিনটি গুণিতক লিখ।

উত্তর : ৩৬, ৫৪ ও ৭২

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "প্রাথমিক গণিত - অধ্যায় ৫"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All