ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

জবির ইউনিট-২ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ইউনিট-২ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
এতে ৭৭৮টি আসনের বিপরীতে মোট ৪ হাজার ৫০৮ জন পরীক্ষার্থীর নাম প্রকাশ হয়।
এতে জানানো হয়, যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় রয়েছে তারা আগামী ২৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ করতে পারবেন। প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।

এতে বলা হয়, ভর্তির পরেও শিক্ষার্থীদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন ঘটবে এবং শিক্ষার্থীদেরও সেটা মেনে নিতে হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রদত্ত বিষয় পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।

এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয় পছন্দ করতে না পারলে কোন বিষয়ে ভর্তির জন্য বিবেচনা করার আর কোন সুযোগ থাকবে না। মেধা তালিকায় কোন শিক্ষার্থীর নাম না থাকলে পরবর্তী মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (jnu.ac.bd) এবং (admissionjnu.info) পাওয়া যাচ্ছে।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "জবির ইউনিট-২ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All