PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

জেনে রাখি - General Knowledge পর্ব ১৯

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি কবি
উত্তর : লুইপা

প্রশ্ন : ইংরেজি সাহিত্যের আদি কবি
উত্তর : ক্যাডমন

প্রশ্ন : বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি
উত্তর : কাজী নজরুল

প্রশ্ন : ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি-
উত্তর : লডর্ বাইরন

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি নিদর্শন _
  উত্তর : চযার্পদ

প্রশ্ন : ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন
উত্তর : বিউলফ

প্রশ্ন : বাংলা বাংলাদেশের কবিদের কবি- উত্তর : নিমের্লন্দু গুণ

প্রশ্ন : ইংরেজি সাহিত্যে কবিদের কবি-
উত্তর : এডমন্ড স্পেনসার

প্রশ্ন : বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি-
উত্তর : যতীন্দ্রমোহন বাগচী

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় কবি-
উত্তর : কাজী নজরুল

প্রশ্ন : ইংল্যান্ডের জতীয় কবি-
  উত্তর : শেক্সপীয়ার
প্রশ্ন : ৫ টাকা মূল্যমানের নতুন কাগুজে নোটের পিছনের অংশে রয়েছে _
উত্তর : নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি

প্রশ্ন : আইএলওর এ দেশীয় পরিচালক
উত্তর : শ্রী নিবাস রেড্ডি

প্রশ্ন : বাংলাদেশের জিডিপি
উত্তর : দ. এশিয়া ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি

প্রশ্ন : ক্রিকেট খেলায় ওয়ানডে ম্যাচ চালু হয়
উত্তর : ১৯৭১ সালের ৫ জানুয়ারি

প্রশ্ন : ওয়ানডের ইতিহাসে প্রথম ম্যাচ খেলেছিল
উত্তর : অস্ট্রেলিয়া

প্রশ্ন : ভারত প্রথম ওয়ানডে খেলে
উত্তর : ১৯৭৪ সালে

প্রশ্ন : ২০০টি হাতি ও ৫টি সুবিশাল জেট বিমানের সমান ভারতের সবচেয়ে ভারী রকেটের নাম
উত্তর : জিএসএলভি মার্ক দ্য থার্ড ( ওজন ৬৪০ টন)

প্রশ্ন : এই রকেট উৎক্ষেপণ করা হয়
উত্তর : ৫ জুন ২০১৭ সালে

প্রশ্ন : স্যাটার্ন দ্য ফিফথ রকেটটি
উত্তর : নাসার ( ১৯৬৭ থেকে ১৯৭৩ পযর্ন্ত ব্যবহৃত হয়েছিল)

প্রশ্ন : বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
উত্তর : সপ্তম শতাব্দী।

প্রশ্ন : পানিনি রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : ব্যাকরণ অষ্টাধয়ী।

প্রশ্ন : পানিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
উত্তর : সংস্কৃত ভাষা।

প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উত্তর : বৈদিক।

প্রশ্ন : বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কী?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

প্রশ্ন : বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।

প্রশ্ন : বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
উত্তর : খ্রিস্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.