PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

প্রাথমিক গণিত - ১ম অধ্যায়


১। গুণ্য × গুণক = কী?
উত্তর : গুণফল

২। গুণফল নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : গুণফল = গুণ্য × গুণক

৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণক

৪। গুণ্য নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : গুণফল ÷ গুণক

৫। গুণক নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : গুণফল ÷ গুণ্য

৬। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
উত্তর : গুণফল

৭। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণক

৮। কোনো সংখ্যাকে ‘০’ (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে?
উত্তর : শূন্য (০)

৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ১০২৬৯৫

১০। গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত?
উত্তর : ৩

১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত?
উত্তর : ৮

১২। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর : গুণ্য

১৩। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবতর্ন হয় না?
উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে

১৪। গুণফল বের করতে হলে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়?
উত্তর : ×

১৫। কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে?
উত্তর : ১ দ্বারা

১৬। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে?
উত্তর : গুণ করে

১৭। তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?
উত্তর : ৩টি ধাপে

প্রথম অধ্যায়

১৮। এমন তিনটি সংখ্যা বের কর যাদের গুণফল ও যোগফল সমান।
উত্তর : ১, ২ ও ৩

১৯। ৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে?
উত্তর : ১০

২০। ১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ১১০০৮৮

২১। ৯৯৯৯ × ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কী?
উত্তর : (১০০০০ - ১) × ৪০০

২২। ৪৩৭ × ২৩৫ = ১০২৬৯৫ হলে, গুণ্য কোনটি?
উত্তর : ৪৩৭

২৩। ২৪৫৬ × ২৯৩ = ৭১৯৬০৮ হলে, গুণফল কোনটি?
উত্তর : ৭১৯৬০৮

২৪। ৩৬৫ × ২১৬ = ৭৮৮৪০ হলে, গুণক কোনটি?
উত্তর : ২১৬

২৫। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত?
উত্তর : ৩৬০০

২৬। গুণ্য ৭০ এবং গুণক ১০ হলে, গুণফল কত?
উত্তর : ৭০০

২৭। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯০০

২৮। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে?
উত্তর : ১৫০০০০ তা কাগজ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.