ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর- সেপ্টেম্বর ২০১৮ — আন্তর্জাতিক

আন্তর্জাতিক
প্রশ্ন : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বর্তমান ও প্রথম নারী হাইকমিশনার কে?
উত্তর:মিশেল বাশেলেট (চিলি)।

প্রশ্ন : পাকিস্তানের জাতীয় পরিষদের
নির্বাচনে সরাসরি নির্বাচিত প্রথম
অমুসলিম সংসদ সদস্য কে
উত্তর : মহেশ কুমার মালানী।

প্রশ্ন : পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ
জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ।
উত্তর :৩৪২টি । এর মধ্যে সাধারণ
২৭২টি এবং সংরক্ষিত ৭০টি (নারী
৬০টি ও অমুসলিম ১০টি)।

প্রশ্ন : পাকিস্তানের হাইকোর্টের প্রথম নারী
প্রধান বিচারপতির নাম কী?
উত্তর : সৈয়দা তাহিরা সফদার।

প্রশ্ন : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশীর হাইকোর্টের
প্রথম নারী বিচারপতি কে।
উত্তর : সিন্ধু শর্মা। আর প্রথম নারী প্রধান বিচারপতি গীতা মিত্তাল।

প্রশ্ন : ভারতের প্রথম নারী বিচারপতি কে?
উত্তর: ফাতিমা বিবি।

প্রশ্ন :মিন্দানাও স্বায়ত্তশাসন সংক্রান্ত
আইন Bangamoro Basic Law
হয় কবে?
উত্তর:১০ আগস্ট ২০১৮।

প্রশ্ন :মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট
(MILF) গঠিত হয় কবে
উত্তর : ১৯৭৭ সালে।

প্রশ্ন :৫ আগষ্ট ২০১৮ মালয়েশিয়ার পিপলস।
জাসি (Rakyat পার্টির Parti Keadilan
PKR) প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্তর : সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রশ্ন : ১৪ আগস্ট ২০১৮ পর্যন্ত কতটি
ভাষায় উইকিপিডিয়া চালু হয়েছে।
উত্তর :৩০২টি; এর মধ্যে ২৯২টি সক্রিয়
আর ১০টি ভাষা নিক্রিয়।

প্রশ্ন :বিশ্বখ্যাত কোমলপানীয় ব্র্যান্ড
পেপসিকোর (PepsiCo) নতুন।
প্রধান নির্বাহী (CEO) কে।
উত্তর : রামোন লাগুয়ার্তা।

প্রশ্ন :২৬তম APEC সম্মেলন কবে।
অনুষ্ঠিত হবে।
উত্তর: ১৮ নভেম্বর ২০১৮ ।

প্রশ্ন : ২৬তম APEC সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হবে।
উত্তর : পোর্ট মোসবি, পাপুয়া নিউগিনি।

প্রশ্ন : ২৪তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন
সম্মেলন বা COP24 কবে অনুষ্ঠিত হবে।
উত্তর: ৩-১৪ ডিসেম্বর ২০১৮।

প্রশ্ন :COP 24 কোথায় অনুষ্ঠিত হবে।
উত্তর: কেটুইয়েস, পোল্যান্ড।

প্রশ্ন : নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলন (Nelson Mandela Peace Summit) কবে, কোথায় অনুষ্ঠিত হবে:
উত্তর : ২৪ সেপ্টেম্বর ২০১৮; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন :চতুর্থ BIMSTEC শীর্ষ সম্মেলন
কবে, কোথায় অনুষ্ঠিত হয়ঃ
উত্তর: ৩০-৩১ আগষ্ট ২০১৮; কাঠমাণ্ডু, নেপাল

প্রশ্ন : মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি।
উত্তর : জাপান।

প্রশ্ন : ২০১৮ সালে বন্দর সুবিধা সূচকে
বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১০০তম ।

প্রশ্ন : ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করে
উত্তর : সৌদি আরব; ২,৫৯১.৫৮ মিলিয়ন
মার্কিন ডলার।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর- সেপ্টেম্বর ২০১৮ — আন্তর্জাতিক "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All