Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


প্রাথমিক গণিত - ২য় অধ্যায়

১। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ

২। ভাজ্য কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।

৩। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে?
  উত্তর : ভাজক

৪। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল

৫। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক

৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাজক = ভাজ্য ÷ ভাগফল

৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাগফল = ভাজ্য ÷ ভাজক

৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নিণের্য়র সূত্রটি লিখ।
উত্তর : ভাজ্য = ভাজক × ভাগফল

৯। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
উত্তর : ভাগফল

১০। ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়?
উত্তর : ০ (শূন্য) হলে

১১। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?
উত্তর : ২০

১২। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?
  উত্তর : ৩৬০০

১৩। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?
উত্তর : ৪৯

১৪। পঁাচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ২০০০

১৫। ৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ৯০৯

১৬। ৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে?
উত্তর : ২০

১৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ১০

১৮। কোনো সংখ্যাকে ঐ একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ১

১৯। ভাজক ভাগশেষের দ্বিগুণ , ভাগশেষ ৮ হলে ভাজক = কত?
উত্তর : ১৬

২০। ভাজক ১০, ভাগফল ১০ এবং ভাগশেষ ১ হলে ভাজ্য কত?
উত্তর : ১০১

২১। দুইটি সংখ্যার গুণফল ৯২১৬। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১২৮

২২। নিদির্ষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কত বামে সরবে?
উত্তর : ক্ষুদ্রতম সংখ্যাটিতে যতটি অঙ্ক থাকে

২৩। ৮৩৬৮ কে ১৬ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি?
উত্তর : ৫২৩

২৪। ৮ ৫ গু ৮৪ ; ফঁাকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ থেকে ছোট হবে?
উত্তর : ০ (শূন্য)

২৫। দুইটি সংখ্যার গুণফল ৫৪ । একটি সংখ্যা ৬ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৮

২৬। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে?
উত্তর : ভাগ প্রক্রিয়ায়

২৭। দুইটি সংখ্যার গুণফল ৮৯২০০। একটি সংখ্যা ১০০ হলে, অপরটি কত?
উত্তর : ৮৯২

২৮। দুইটি সংখ্যার গুণফল ২৫৬, একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে, অপরটি কত?
উত্তর : ৬৪

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!