Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


জেনে রাখি - সাধারণ জ্ঞান পর্ব ২০


প্রশ্ন : কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উত্তর : ব্যাকরণবিদ পানিনির হাতে।

প্রশ্ন : সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উত্তর : খ্রিস্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন : কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
উত্তর : খ্রিস্টপূর্ব ৮০০ খ্রি. দিকে বৈদিক ভাষা বিবর্তনকালে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন : প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কী?
উত্তর : অপভ্রংশ।

প্রশ্ন : সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
উত্তর: পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
উত্তর : গৌড় অপভ্রংশ থেকে।

প্রশ্ন : কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
উত্তর : মাগধী প্রাকৃত।

প্রশ্ন : প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
উত্তর : তিনটি।

প্রশ্ন : ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কতটি?
উত্তর : দুটি।

প্রশ্ন : খ্রিস্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? উত্তর : সম্রাট অশোক।

প্রশ্ন: বাংলা লিপি ও বণর্মালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
উত্তর : কুটিল লিপি।

প্রশ্ন : ব্রাহ্মী লিপির পূবর্বর্তী লিপি কোনটি? উত্তর : খরোষ্ঠী লিপি।

প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?
উত্তর : সেন যুগে।

প্রশ্ন : কোন কোন লিপির ওপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান?
উত্তর : উড়িষ্যা মৈথিলি ও আসামি লিপির ওপর।

প্রশ্ন : বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে?
উত্তর : সাময়ীক পত্র।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নিদশর্ন কী?
উত্তর : চযার্পদ।

প্রশ্ন : চযার্পদ রচনা করেন কারা?
উত্তর : বৌদ্ধ সিদ্ধাচাযর্গণ।

প্রশ্ন : বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
উত্তর : তিনটি।

প্রশ্ন : বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
  উত্তর : হিন্দু-ইউরোপীয় গোষ্ঠীর।

প্রশ্ন : কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ী রূপ লাভ করে?
উত্তর : প্রাচীন যুগে।

প্রশ্ন : বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : শ্রীরামপুর মিশন।

প্রশ্ন : কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : বাংলা ছাড়া ব্রাহ্মীলিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে?
উত্তর : সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।

প্রশ্ন : বাংলা অক্ষর বা বণর্মালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে?
উত্তর : খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।

প্রশ্ন : ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বণর্মালা থেকে বাংলা বণর্মালার উৎপত্তি?
উত্তর : পূর্ব ভারতীয় বণর্মালা কুটিল থেকে।

প্রশ্ন : ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
  উত্তর : খরোষ্ঠী লিপি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image