PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা বাংলা সাহিত্য নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর –পর্ব ১

প্রশ্ন : হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যর নাম কি?
উঃ বৃত্রসংহার।
প্রশ্ন : লালন ফকির নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।
প্রশ্ন : সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।
প্রশ্ন : অশ্রুমালা কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।
প্রশ্ন : অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন : অপরাজিতা গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : আত্মঘাতি বাঙ্গালী এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
প্রশ্ন : অনল প্রবাহ ও রায় নন্দিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।
প্রশ্ন : আবদুল্লাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।
প্রশ্ন : আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
প্রশ্ন : আমার পূর্ব বাংলা কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।
প্রশ্ন : আনন্দ মঠ ও দেবী চৌধুরানী গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : আমি বিজয় দেখিছি গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।
প্রশ্ন : আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন : আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।
প্রশ্ন : আমি সৈনিক রচনাটি নজরুলের কোন গ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।
প্রশ্ন : আগুন নিয়ে খেলা গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।
প্রশ্ন : আমলার মামলা গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন : আলাওলের শ্রেষ্ঠ কীর্র্তি কি?
উঃ পদ্মাবতী।
প্রশ্ন : আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ দিলরুবা।
প্রশ্ন : আলো ও ছায়া কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।
প্রশ্ন : আবোল তাবোল কার রচনা?
উঃ সুকুমার রায়।
প্রশ্ন : আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ রাত্রি শেষ।
প্রশ্ন : আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্য নীলিমা।

প্রশ্ন : নোলক কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ লোক লোকান্তর।
প্রশ্ন : আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।
প্রশ্ন : আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুল্লাহ।
প্রশ্ন : ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন : ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর(অন্নদামঙ্গল)।
প্রশ্ন : ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
প্রশ্ন : ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।
প্রশ্ন : উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
উঃ জিঞ্জির।
প্রশ্ন : উদাসিন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মর্শারফ হোসেন।
প্রশ্ন : উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.