Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা বাংলা সাহিত্য নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর — পর্ব ২

প্রশ্ন : কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
প্রশ্ন : কড়ি ও কোমল গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
প্রশ্ন : কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
প্রশ্ন : কৃষ্ণকান্তের উইল উপন্যাসের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
প্রশ্ন : ক্রীতদাসের হাসি উপন্যাসের রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
প্রশ্ন : এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
প্রশ্ন : একেই কি বলে সভ্যতা প্রহসণটি কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
প্রশ্ন : এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
প্রশ্ন : ওরা কদম আলী নাটকের রচিয়তা কে?
উঃ মামুনুর রশিদ।
প্রশ্ন : ওজারতির দুই বছর গ্রন্থটির রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
প্রশ্ন : কুলীনকুল সর্বস্ব নাটকের রচিয়তা কে?
উঃ রামনারায়ন তর্করত্ন ।
প্রশ্ন : কাফেলা নাটকের রচিয়তার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন : কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
প্রশ্ন : কবর নাটকটির রচিয়তা কে?
উঃমুনীর চৌধুরী।
প্রশ্ন : কবর নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
প্রশ্ন : কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
প্রশ্ন : কবর কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
প্রশ্ন : কবর কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?
উঃ রাখালী।
প্রশ্ন : কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
প্রশ্ন : কাদোঁ নদী কাঁদো উপন্যাসের রচিয়তা কে?
উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
প্রশ্ন : খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ কাব্য রচনা।
প্রশ্ন : খেলা রাম খেলে যারে কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
প্রশ্ন : গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।
প্রশ্ন : গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ বিশ্বনবী।
প্রশ্ন : চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?
উঃ নবদ্বীপে।
প্রশ্ন : চোখের বালী উপন্যাসটি লিখেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : চাচা কাহিনী গ্রন্থের রচিয়তা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
প্রশ্ন : শ্রীমঙ্গল কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
প্রশ্ন : জমিদার দর্পন নাটক রচনা করেছেন কে?
উঃ মীর মোশারফ হোসেন।
প্রশ্ন : জিব্রাইলের ডানার গল্পকার কে?
উঃ শাহেদ আলী।
প্রশ্ন : আরেক ফা-ুন, হাজার বছর ধরে, বরফ গলা নদী এগুলো কার রচিত উপন্যাস?
উঃ জহির রায়হান।
প্রশ্ন : তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উঃ ফারসি।
প্রশ্ন : তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
প্রশ্ন : তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
প্রশ্ন : তারাবাঈ নাটকটির রচিয়াত কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।

প্রশ্ন : দেওয়ানা মদিনা পালার রচয়িতা কে ?
উঃ মনসুর বয়াতী।
প্রশ্ন : The Captive Lady-র রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ?
উঃ উপন্যাস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.