বিশ্বকাপ ফুটবল ২০১৮
প্রশ্ন : অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী দ্বিতীয় ব্যক্তি কে?
উত্তর : দিদিয়ের দেশম (ফ্রান্স); ১৯৯৮ ও ২০১৮ ।
প্রশ্ন : তৃতীয় স্থান লাভ করে কোন দেশ?
উত্তর : বেলজিয়াম; চতুর্থ- ইংল্যান্ড।
প্রশ্ন : সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভ' লাভ করেন কে?
উত্তর : থিবো কোর্তোয়া (বেলজিয়াম)।
প্রশ্ন : সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত
হন কে?
উত্তর : কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
প্রশ্ন : 'ফেয়ার প্লে ট্রফি' লাভ করে কোন দল?
উত্তর : স্পেন।
২২তম বিশ্বকাপ ফুটবল ২০২২
প্রশ্ন :কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২।
প্রশ্ন : কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : কাতার।
প্রশ্ন : ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৮ ডিসেম্বর ২০২২।
প্রশ্ন : আরব তথা মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে, বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কোন দেশ?
উত্তর:কাতার ।
ক্রীড়াজগৎ
প্রশ্ন : ২০১৮ সালের উইম্বলডনে পুরুষ ও
নারা এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তর : পুরুষ : নোভাক জোকোভিচ (সার্বিয়া) ও নারী: আঞ্জেলিক কেরবার (জার্মানি)।
প্রশ্ন : আন্তর্জাতিক নারী টি২০ ক্রিকেটে
হ্যাটট্রিক করেন প্রথম কোন বাংলাদেশি?
উত্তর: ফাহিম খাতুলা ; বিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন : ১৯তম এশিয়ান গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর :১০-২৫ সেপ্টেম্বর ২০২২; হাংঝু, চীন।
প্রশ্ন : ২০তম এশিয়ান গেমস কবে।
কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৮ সেপ্টেম্বর-৩ অক্টোবর ২০২৬
নাগোয়া, জাপান।
সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স - আগস্ট ২০১৮