ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান পর্ব ১

১. দ্বৈত শাসনপ্রথা বিলোপ করেন কে?
ক. ওয়ারেন হেস্টিংস
খ. লর্ড কাজর্ন
গ. লর্ড বেন্টিংক
ঘ. লর্ড হাডির্ঞ্জ।
সঠিক উত্তর : ক. ওয়ারেন হেস্টিংস

২. বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক?
ক. ওয়ারেন হেস্টিংস
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. লর্ড কাজর্ন
ঘ. লর্ড হাডির্ঞ্জ।

  সঠিক উত্তর : গ. লর্ড কাজর্ন
 
৩. ভারতের প্রথম ইংরেজ গভনর্র জেনারেল কে ছিলেন?
ক. লর্ড মাউন্ট ব্যাটেন
খ. ওয়ারেন হেস্টিংস
গ. লর্ড কাজর্ন
ঘ. লর্ড় রিপন।
সঠিক উত্তর : খ. ওয়ারেন হেস্টিংস

৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবতর্ন হয় কত সালে? ক. ১৯৯৩ খ. ১৭৯৫
গ. ১৭৯৩ ঘ. ১৮৫৬

সঠিক উত্তর : গ. ১৭৯৩

৫. পূর্ব বাংলার নাম কত সালে ‘পূর্ব  পাকিস্তান’ হয়?
ক. ১৯৫৬ খ. ১৯৪৭
গ. ১৯৪৮ ঘ. ১৯৫২।

সঠিক উত্তর : ক. ১৯৫৬

৬. কোন সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করেন?
ক. বণির্হন্দুরা   খ. মুসলমান
  গ. বৌদ্ধরা      ঘ. গোড়া খ্রিস্টানরা।
 
  সঠিক উত্তর : ক. বণির্হন্দুরা
 
৭. বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. একে ফজলুল হক
খ. মহাত্মা গান্ধী
গ. সোহরাওয়ার্দী
ঘ. লর্ড মাউন্ট ব্যাটেন।

সঠিক উত্তর : গ. সোহরাওয়ার্দী

৮. অথর্শাস্ত্রের জনক
ক. জেএম মিল   খ. এডাম স্মিথ
গ. রবিনসন     ঘ. মাশার্ল

সঠিক উত্তর : খ. এডাম স্মিথ

৯. অথর্নীতিতে উৎপাদনের অথর্ কী?
ক. পরিবতর্ন করা
খ. উপযোগ সৃষ্টি করা
গ. সৃষ্টি
ঘ. পণ্য বৃদ্ধি করা।

সঠিক উত্তর : খ. উপযোগ সৃষ্টি করা

১০. বাংলাদেশের কৃষি প্রধানত নিভর্রশীলÑ
ক. বৃষ্টিপাতের ওপর
খ. সেচের ওপর
গ. জমির ওপর
  ঘ. যান্ত্রিক পদ্ধতির ওপর।

সঠিক উত্তর : ক. বৃষ্টিপাতের ওপর

১১. সাধারণত ব্যবসায়ে নিয়োজিত অথের্ক বলে
ক. চাহিদা
খ. সম্পদ
গ. মূলধন
ঘ. উপযোগ

সঠিক উত্তর : গ. মূলধন

১২. কোন দেশের সংবিধান অলিখিত?
ক. ফ্রান্স        খ. ব্রিটেন
  গ. যুক্তরাষ্ট্র      ঘ. ইতালি

সঠিক উত্তর : খ. ব্রিটেন

১৩. রাষ্ট্রের উপাদান কোনটি?
ক. সম্পদ   খ. নিদির্ষ্ট ভূ-খন্ড
গ. সংবিধান    ঘ. জাতীয় সংসদ

সঠিক উত্তর : খ. নিদির্ষ্ট ভূ খন্ড

১৪. সুপ্রিমকোটের্র বিচারকদের কী বলা হয়?
ক. বিচারক
  খ. ব্যারিস্টার
  গ. অ্যাটর্নি জেনারেল
  ঘ. বিচারপতি

সঠিক উত্তর : ঘ. বিচারপতি

১৫. রাশিয়ার মুদ্রার নাম
ক. ডলার খ. ইউরো গ. রিয়েল ঘ. রুবোল

সঠিক উত্তর : ঘ. রুবোল

১৬. ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত? ক. এশিয়া
খ. ইউরোপ
গ. উত্তর আমেরিকা
ঘ. আফ্রিকা

সঠিক উত্তর : খ. ইউরোপ

১৭. কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
ক. পদ্মা খ. যমুনা গ. মেঘনা ঘ. কণর্ফুলী সঠিক উত্তর : গ. মেঘনা

১৮. বাংলাদেশের স্বাধীন দুনীির্ত দমন কমিশনের প্রথম চেয়ারম্যান কে?

ক. ড. মো. মনিরুজ্জামান
খ. বিচারপতি সুলতান হোসেন খান
গ. বিচারপতি টিএইচ খান
ঘ. বিচারপতি ফজলুল করিম

সঠিক উত্তর : খ. বিচারপতি সুলতান হোসেন খান

১৯. ‘মসনবী’ কার লেখা?
ক. ইমাম গাজ্জালী
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. ওমর খৈয়াম
ঘ. জালাল উদ্দীন রুমী

সঠিক উত্তর : গ. ওমর খৈয়াম

২০. বাংলাদেশ ১ম টেস্ট বিজয়ী হয় কোন দেশের বিরুদ্ধে?
ক. ভারতের
খ. পাকিস্তানের
গ. জিম্বাবুয়ের
ঘ. শ্রীলংকার

সঠিক উত্তর : গ. জিম্বাবুয়ের

২১. দেশ ও রাজধানীর নাম একই কোনটির?
ক. তাইওয়ান খ. উগান্ডা
গ. জিবুতি ঘ. কোস্টারিকা

সঠিক উত্তর : গ. জিবুতি

২২. জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
ক. আরবি খ. স্প্যানিশ
গ. রাশিয়ান ঘ. জামাির্ন

সঠিক উত্তর : ঘ. জামাির

২৩. কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
ক. অস্ট্রিয়া খ. পোল্যান্ড
গ. রাশিয়া ঘ. জার্মানি

সঠিক উত্তর : ক. অস্ট্রিয়া

২৪. গ্রিন হাউস গ্যাস নিগর্মনকারী শীষর্ দেশ দুটি হচ্ছে
ক. যুক্তরাষ্ট্র ও জাপান
খ. যুক্তরাষ্ট্র ও চীন
গ. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র ও রাশিয়া

সঠিক উত্তর : খ. যুক্তরাষ্ট্র ও চীন

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি - সাধারণ জ্ঞান পর্ব ১"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All