ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

বাংলা সাহিত্য Part 1


# 'বিষবৃক্ষ’ উপন্যাস যিনি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
# ‘সাতটি তারার তিমির'-কাব্যগ্রন্থের
রচয়িতা— জীবনানন্দ দাশ।
# রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত যে নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন – বসন্ত।
# তপু যে ছোটগল্পের চরিত্র - একুশের গল্প।
# 'সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম
সে কখনো করে না বঞ্চনা-এই চরণগুলোর লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর।
# ‘কুহেলিকা' উপন্যাসটির লেখক
কাজী নজরুল ইসলাম।
# 'কারবালা ও শহরনামা’ কাব্যগ্রন্থটির
রচয়িতা— আন্দুল হাকিম।
# 'সুড়ঙ্গ’ নাটকটির রচয়িতা–সৈয়দ ওয়ালীউল্লাহ।
# ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা
যে প্রাকৃত রূপ থেকে এসেছে— গোড়।
# বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুলা-এর রচয়িতা— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
# 'লাইলীমজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা
করেন— আহমদ শরীফ।
# ‘আসাদের শার্ট’ কবিতাটির রচয়িতা—
শামসুর রাহমান।
# ‘গেরিলা ও বীরাঙ্গনা’ কার রচিত
গ্রন্থ সেলিনা হোসেন।
# বাংলা সাহিত্যে ‘কিশোর-কবি' বলা
হয়— সুকান্ত ভট্টাচার্যকে।
# বাংলাদেশের সব্যসাচী লেখক বলা
হয়-– সৈয়দ শামসুল হককে।
# চর্যাপদের যে কবি নিজেকে বাঙালি
বলে পরিচয় দিয়েছেন--- ভুসুকুপা।
# মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন— ড. দীনেশচন্দ্র সেন।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "বাংলা সাহিত্য Part 1"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All