PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

বাংলাদেশ বিষয়াবলি part 1


# সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন— ধর্মপাল।
# প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ -----বাংলাদেশের-চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত।
# পারস্যের কবি হাফিজের সাথে পত্র যোগাযোগ ছিল— সুলতান গিয়াসউদ্দীন।
আযম শাহের ।
ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়- ১৬১০ সালে।
# যে মুঘল সম্রাটকে জিন্দাপীর’ বলা
হয়— আওরঙ্গজেব।
# পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ---২৩ জুন ১৭৫৭।
# বঙ্গ প্রদেশকে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ও
আসাম প্রদেশে বিভক্ত করেন --- লর্ড কার্জন।
# বাংলায় ‘মহাদুর্ভিক্ষ বা ‘পঞ্চাশের মন্বন্তর' হয়েছিল ১৯৪৩ সালে।
# পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন
জারি হয়, ২৫ মার্চ ১৯৬৯।
# ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন
শুরু হয়েছিল– ২ মার্চ।
# 'ইরাটম’– উন্নত জাতের ধান।
# যে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে
বেশি উপযোগী— যশোর।
# BADC-এর কাজ– কৃষি উন্নয়ন।
# রূপালী ও ডেলফোজ–উন্নত  জাতের তুলা।
# বাংলাদেশের White Gold — চিংড়ি ।
# বাংলাদেশের একটি জীবত্ত জীবাশ্মের
নাম - রাজকাকড়া ।
# "অগ্নিশ্বর''কানাইবাশী’ ‘মোহনবাঁশী ' ও "বীটজবা" যে জাতীয় ফলের নাম— কলা।
# যে প্রাণীকে ব্ল্যাক বেঙ্গল' বলা হয়- ছাগল।

# NIPORT ---জনসংখ্যা বিষয়ক
গবেষণা প্রতিষ্ঠান।
# বাংলাদেশের জনসংখ্যায় নারী-পুরুষের
১০০ ঃ ১০০.৩।
# বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ।
হার ১.৩৭%।
# বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি
হয়েছে, ৫ বার।
# পার্বত্য চটগ্রামে উপজাতি বাস করে—১১টি।

সূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০১৮

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.