ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর - July 2018

বাংলাদেশ

প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে।
উত্তর: জেনারেল আজিজ আহমেদ।
প্রশ্ন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন।
মন্ত্রণালয়-এর ইংরেজি নাম কী?
উত্তর : Ministry of Environment ,
Forest and Climate Change.
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা কতটি।
উত্তর: ১০২টি।
প্রশ্ন : বর্তমানে দেশে কতটি সেবা খাত রয়েছে?
উত্তর : ২১টি ।
প্রশ্ন : দেশে সরকারি আয়ের প্রধান উৎস কী?
উত্তর : মূল্য সংযোজন কর (মূসক) বা VAT ।
প্রশ্ন : বর্তমানে VAT'র স্তর কতটি?
উত্তর:৫টি; পূর্বে ছিল ৯টি ।.
প্রশ্ন : বিহঙ্গ দ্বীপ' কোথায় অবস্থিত?
উত্তর: পাথরঘাটা, বরগুনা।
প্রশ্ন : সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : দ্বিতীয়; শীর্ষ দেশ ভারত।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী সলিসিটর কে?
উত্তর : জেসমিন আরা বেগম।
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে কবে প্রথম ঈদ
উদযাপিত হয়?
উত্তর : ২৭ জানুয়ারি ১৯৭২; ঈদুল আযহা।
প্রশ্ন : বার কাউন্সিল কী?
উত্তর: আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা।

★★বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৭★★

প্রশ্ন : মোট জনসংখ্যা কত।
উত্তর : ১৬৩৬৫ ১মিলিয়ন; জানুয়ারি।
২০১৮ (প্রাক্কলিত)।
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭%।
প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উত্তর: ১,১০৩ জন।
প্রশ্ন :সাক্ষরতার হার  কত?
উত্তর : ৭২.৩%।
প্রশ্ন :প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.০%।
প্রশ্ন : প্রতি হাজারে স্থূল জন্মহার কত?
উত্তর : ১৮.৫ জন।
প্রশ্ন : প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত ?
উত্তর : ৫.১ জন।

★★কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৭★★

প্রশ্ন : কলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি।
উত্তর : টাঙ্গাইল ।
প্রশ্ন : সয়াবিন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উজ :লক্ষ্মীপুর।
প্রশ্ন : তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : কুষ্টিয়া।
প্রশ্ন : কমলা উৎপাদনে শীর্ষ জেল কোনটি?
উভর : রাঙামাটি।

★★আন্তর্জাতিক ★★
প্রশ্ন : যুক্তরাষ্ট্র কবে জাতিসংঘের মানবাধিকার
পরিষদ (UNHCR) ত্যাগের ঘোষণা দেয়।
উত্তর : ১৯ জুন ২০১৮ ।
প্রশ্ন : বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর
নাম কী?
উত্তর :মিয়া আমর মোটলি।
প্রশ্ন : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ
সংক্রান্ত BREXIT বিল আনুষ্ঠানিকভাবে
আইনে পরিণত হয় কবে?
উত্তর : ২৬ জুন ২০১৮ ।
প্রশ্ন : বর্তমানে তুরস্কে কোন পদ্ধতির
শাসন ব্যবস্থা বিদ্যমান?
উত্তর : প্রেসিডেন্ট শাসিত।
প্রশ্ন : মেসিডোনিয়ার প্রস্তাবিত রাষ্ট্রীয় নাম কী?
উত্তর : Republic of North Macedonia।
প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম।
বার্ষিক অধিবেশনের প্রেসিডেন্ট কে?
উত্তর : মারিয়া ফার্নান্দো এস্পিনোসা
গারসেস; ইকুয়েডর।
প্রশ্ন : ৬ জুন ২০১৮ বিশ্বের প্রবম EPR পরমাণু
প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
উত্তর : চীন।
প্রশ্ন : EPR' র পূর্ণরূপ কী?
উত্তর : European Pressurised Reactor.
প্রশ্ন : বর্তমানে খেজুর উৎপাদনে শীর্ষ
দেশ কোনটি?
উত্তর: মিসর; রপ্তানিতে শীর্ষ দেশ তিউনিসিয়া।
প্রশ্ন : ইউএস প্যাসিফিক কমান্ডের নতুন নাম কী,
উত্তর : ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড
(USINDOPACOM)।
প্রশ্ন : আল কুদস কী?
উত্তর: জেরুজালেম শহরের অপর নাম।

★★রাশিয়া বিশ্বকাপ ২০১৮★★

প্রশ্ন : উদ্বোধন হয় কবে?
উত্তর: ১৪ জুন ২০১৮; লুঝনিকি ষ্টেডিয়াম, মঙ্কো।
প্রশ্ন :প্রথম গোলদাতা কে?
উত্তর :ইউরি গাজিনস্কি (রাশিয়া)।
প্রশ্ন : আসরের শততম গোলদাতা কে?
উত্তর : লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
প্রশ্ন : ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর :লুঝনিকি স্টেডিয়াম, মঙ্কো; ১৫ জুলাই ২০১৮

★★ ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬★★

প্রশ্ন : কতটি দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৩টি, কানাডা, মেল্লিকো এবং যুরোষ্ট্র।
প্রশ্ন : কতটি দেশ খেলবে?
উত্তর: ৪৮টি।
প্রশ্ন : কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর : ৮০টি ।
প্রশ্ন : কতটি শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৬টি, যুক্তরাষ্ট্রের ১০টি এবং বাকি ৬টি কানাডা ও মেক্সিকোর ।
প্রশ্ন : ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?
উত্তর: মেটলাইফ ষ্টেডিয়াম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

★★ক্রীড়া জগৎ ★★

প্রশ্ন : সপ্তম নারী এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন : ২০১৮ ফ্রেঞ্চ সালের ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উরে : পুরুষ : রাফায়েল নাদাল (স্পেন) ও
নারী : সিমোনা হ্যালেপ (রোমানিয়া)
প্রশ্ন :বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের
বর্তমান কোচ কে?
উত্তর : স্টিভ রোডস (ইংল্যান্ড)।

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই ২০৮

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর - July 2018"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All