ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাম্প্রতিক প্রশ্নোত্তর - বাংলাদেশ

বংলাদেশ

প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে।
উত্তর: জেনারেল আজিজ আহমেদ।
প্রশ্ন : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন।
মন্ত্রণালয়-এর ইংরেজি নাম কী?
উত্তর : Ministry of Environment ,
Forest and Climate Change.
প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা কতটি।
উত্তর: ১০২টি।
প্রশ্ন : বর্তমানে দেশে কতটি সেবা খাত রয়েছে?
উত্তর : ২১টি ।
প্রশ্ন : দেশে সরকারি আয়ের প্রধান উৎস কী?
উত্তর : মূল্য সংযোজন কর (মূসক) বা VAT ।
প্রশ্ন : বর্তমানে VAT'র স্তর কতটি?
উত্তর:৫টি; পূর্বে ছিল ৯টি ।.
প্রশ্ন : বিহঙ্গ দ্বীপ' কোথায় অবস্থিত?
উত্তর: পাথরঘাটা, বরগুনা।
প্রশ্ন : সয়াবিন তেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : দ্বিতীয়; শীর্ষ দেশ ভারত।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী সলিসিটর কে?
উত্তর : জেসমিন আরা বেগম।
প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে কবে প্রথম ঈদ
উদযাপিত হয়?
উত্তর : ২৭ জানুয়ারি ১৯৭২; ঈদুল আযহা।
প্রশ্ন : বার কাউন্সিল কী?
উত্তর: আইনজীবীদের সনদ প্রদান ও পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা।

★★বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৭★★

প্রশ্ন : মোট জনসংখ্যা কত।
উত্তর : ১৬৩৬৫ ১মিলিয়ন; জানুয়ারি।
২০১৮ (প্রাক্কলিত)।
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.৩৭%।
প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উত্তর: ১,১০৩ জন।
প্রশ্ন :সাক্ষরতার হার  কত?
উত্তর : ৭২.৩%।
প্রশ্ন :প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উত্তর : ৭২.০%।
প্রশ্ন : প্রতি হাজারে স্থূল জন্মহার কত?
উত্তর : ১৮.৫ জন।
প্রশ্ন : প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত ?
উত্তর : ৫.১ জন।

★★কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৭★★

প্রশ্ন : কলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি।
উত্তর : টাঙ্গাইল ।
প্রশ্ন : সয়াবিন উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উজ :লক্ষ্মীপুর।
প্রশ্ন : তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : কুষ্টিয়া।
প্রশ্ন : কমলা উৎপাদনে শীর্ষ জেল কোনটি?
উভর : রাঙামাটি।

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স, জুলাই ২০১৮

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাম্প্রতিক প্রশ্নোত্তর - বাংলাদেশ"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All