১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
উ: যেকোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
২. বিশ্বগ্রাম কী?
উ: বিশ্বগ্ৰাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে।
৩. বিশ্বগ্ৰাম ধারণার প্রবর্তক কে? অথবা বিশ্বগ্ৰাম ধারণা দেন কে?
উ: বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান।
৪. টেলিযোগাযোগ ব্যবস্থা কী?
উ: টেলিযোগাযোগ হলো সাধারণভাবে যে কোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগের পদ্ধতি।
৫. স্যাটেলাইট কী?
উ: স্যাটেলাই হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ।
৬. বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম কী এবং এটি কবে উৎক্ষেপণ করা হয়?
উ: বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (BS-1)। ২০১৮ সালের ১২ই মে এটি উৎক্ষেপণ করা হয়।
৭. ইন্টারনেট কী?
উ: ইন্টারনেট এক বিশেষ যোগাযোগ প্রযুক্তি যা বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারকে সংযুক্ত রাখে এবং এসকল কম্পিউটারের মধ্যে
দ্রুতগতিতে ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে ।
৮. ই-মেইল কী?
উ: ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস (কম্পিউটার, মোবাইল প্রভৃতি) এর মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থাই ইমেইল ।
৯. ই-মেইলের জনক কে?
উ: ই-মেইল-এর জনক হলেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
১০. টেলিকনফারেন্সিং কী?
উ: টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার, অডিও-মডেম
ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ -বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার পদ্ধতিকে টেলিকনফারেন্সিং বলা হয়।
১১. ভিডিও কনফারেন্সিং কী?
উ: ভিডিও কনফারেন্সিং হলো যে কোনো ভৌগোলিক দূরত্ব হতে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার
করে সংগঠিত যোগাযোগ ব্যবস্থা যেখানে অংশগ্রহণকারীগণ কথা বলার সাথে ভিডিওতে পরস্পরকে দেখতে পান।
১২. বুলেটিন বোর্ড কী?
উ: ইলেক্ট্রিক বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যেখানে কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।
১৩. GPS কী?
উ: জিপিএস হলো একটি স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়।
১৪. GIS কী?
উ: GIS হলো এমন একটি স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম যা ভৌগোলিক যে কোনো স্থাপনার পরিবর্তন ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য
বিশ্লেষণের মাধ্যমে ঐ স্থানের ভারসাম্য নিয়ন্ত্রণ পরিচালনা করে।
১৫. আউটসোর্সিং কী?
উ : আউটসোর্সিং হলো কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া ।
১৬. ই-লার্নিং কী?
উ : ইলেক্ট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই হচ্ছে ই-লাৰ্ণিং।
১৭. ই-বুক কী?
উ : ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজটাল ভার্সন যেটি কম্পিউটার বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য
ডিভাইসে পাঠ করা যায়।
১৮ টেলিমেডিসিন কী?
উ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে।
১৯. টুইটার (Twitter) কী?
উ : সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং এর ওয়েবসাইট এখানে ব্যবহারকারীরা ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাকে টুইট বলা হয়।
২০. অফিস অটোমেশন কী?
উ : অফিস অটোমেশন হলো এমন এক প্রযুক্তি নির্ভর কার্যক্রম যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিংসহ অন্যান্য তথ্য প্রযুক্ত
ডিভাইস সিস্টেম এর দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজকে পরিচালনা করা যায়।
২১. স্মার্ট হোম কী?
উ : স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং, কুলিং,
লাইটিং এবং সিকিউরিটি কন্ট্রোল প্রভৃতি সিস্টেমসমূহ নিয়ন্ত্রণ করা যায়।
২২. ই-কমার্স কী?
উ : ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়বিক্রয়ের কাজটিকেই ই-কমার্স বলে।
২৩. এটিএম (ATM) কী?
উ : ATM এর পূর্ণরূপ হচ্ছে Automatted Teller Machine। এটিএম বুথ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহারকারী তার হিসাবে থেকে ২৪ ঘন্টা টাকা উত্তোলন বা জমা দিতে পারেন।
২৪. ই-ব্যাংকি/ online Banking কী?
উ : ইন্টারনেট/নেটওয়ার্ক ভিত্তিক ব্যাংকিং ব্যাবস্থা যাতে গ্রাহক একই ব্যাংকের যে কোন শাখা থেকে লেন-দেন করতে পারেন।
২৫. ব্লগ কী?
উ: ব্লগ হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
২৬. সামাজিক যোগাযোগ মাধ্যম কী?
উ : সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এক ধরনের অনলাইন প্লাটফরম যার মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে।
২৭. ফেসবুক কী?
উ : ফেসবুক হলো বর্তমানের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম যার যাত্রা শুরু হয় ২০০৪ সালের ফেব্রুয়ারিতে।
২৮. ভার্চুয়াল রিয়েলিটি কী?
উ : ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিমুলেটেড পরিবেশ। যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবের ন্যায় কাল্পনিক দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
২৯, ফ্লাইট সিমুলেশন কী ?
উ : ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিশেষ কম্পিউটার সিস্টেমসমূহের (ফ্লাইট
সিমুলেটর) মাধ্যমে পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্র্যাফট ছাড়াই বিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হয়।