৩৫.‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন
(ক) শাহ মুহম্মদ সগীর (খ) বাহরাম খঁা (গ) আলাওল (ঘ) দেনা গাজী
সঠিক উত্তর : (ক) শাহ মুহম্মদ সগীর
৩৬. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
(ক) নাসির মাহমুদ (খ) আলাওল (গ) সৈয়দ সুলতান (ঘ) শাহ মোহাম্মদ গরীবউল্লাহ
সঠিক উত্তর : (খ) আলাওল
৩৭. ‘গুল-ই বকাওলী’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মুহাম্মদ মুকিম (খ) শা’বারিদ খান (গ) ফকির গরীবুল্লাহ (ঘ) দৌলত উজির বাহরাম খান
সঠিক উত্তর : (ক) মুহাম্মদ মুকিম
৩৮. আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন
(ক) আলাওল (খ) কোরেশী মাগন ঠাকুর (গ) শেখ মদর্ন (ঘ) দৌলত কাজী
সঠিক উত্তর : (ক) আলাওল
৩৯. আলাওল রচিত গ্রন্থ
(ক) পদ্মাবতী (খ) লাইলী মজনু (গ) ইউসুফ জোলেখা (ঘ) গোর বিজয়
সঠিক উত্তর : (ক) পদ্মাবতী
৪০. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
(ক) আলাওল (খ) ফকির গরীবুল্লাহ (গ) সৈয়দ হামজা (ঘ) রেজাবুদ্দৌলা
সঠিক উত্তর : (খ) ফকির গরীবুল্লাহ
৪১. ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়’ কবিতাংশটি কার? (ক) কবি আব্দুল হাকিম (খ) মোজাম্মেল হক (গ) কামিনী রায় (ঘ) রজনীকান্ত
সঠিক উত্তর : (ক) কবি আব্দুল হাকিম
৪২. শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ’ কোনটি? শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
(ক) সয়ফুলমুলক বদিউজ্জামাল (খ) নূরনামা (গ) ইউসুফ জোলেখা (ঘ) সিকান্দারনামা
সঠিক উত্তর : (গ) ইউসুফ জোলেখা
৪৩. আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
(ক) ষোড়শ শতাব্দী (খ) সপ্তদশ শতক (গ) পঞ্চদশ শতক (ঘ) অষ্টাদশ শতক
সঠিক উত্তর : (খ) সপ্তদশ শতক
৪৪. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
ক) কোরেশী মাগন ঠাকুর (খ) দৌলত কাজী (গ) আলাওল (ঘ) মরদন
সঠিক উত্তর : (খ) দৌলত কাজী