ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

সাধারণ জ্ঞান - General Knowledge part 8

প্রশ্ন: 'স্ট্যাচু অব লিবার্টি' কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।
প্রশ্ন: 'আজাদ প্রাসাদ' কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।
প্রশ্ন: কোপা (copa) কোন দেশের বিমান সংস্থা?
উত্তর: পানাম
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।
প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।
প্রশ্ন: মিসরে মুসরি সরকারের পতন ঘটে কবে?
উত্তর: ৩ জুলাই, ২০১৩।
প্রশ্ন: এফএসএ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
উত্তর: সিরিয়া। (ফ্রি সিরিয়ান আর্মি)
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে কতগুণ বড়?
উত্তর: আড়াই গুণ।
প্রশ্ন: আফ্রিকার জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: প্রতি কিলোমিটারে ২৫ জন।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ৮৬ কোটি ৯২ লাখ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের আয়তন কত?
উত্তর: ২,৯৮,০০,৫৪০ বর্গ কিলোমিটার (পৃথিবীর আয়তনের শতকরা ২০.০ ভাগ)।
প্রশ্ন: জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান (জনসংখ্যা প্রায় ১০০০ জন)।
প্রশ্ন: বিশ্বের দুর্নীতিবিরোধী দিবস কবে?
উত্তর: ৯ ডিসেম্বর
প্রশ্ন: অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে?
উত্তর: ১৯৫৯ সালে

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "সাধারণ জ্ঞান - General Knowledge part 8"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All