আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস আজ
১১৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সম্রাট গো-রেইজেইয়ের মৃত্যু।
১৫৪৫ খ্রিস্টাব্দের এই দিনে আফগান সম্রাট শের শাহ নিহত হন।
১৭১২ খ্রিস্টাব্দের এই দিনে ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৪৬ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও অস্ট্রিয়া সহযোগিতা চুক্তি করে।
১৭৬২ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে রাজকুমারী এলিজাবেথের জন্ম।
১৭৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।
১৮০৩ খ্রিস্টাব্দের এই দিনে কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রহস্য-উপন্যাস লেখক আর্থার কোনান ডয়েলের জন্ম।
১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ফরাসী সাহিত্যিক, কথা শিল্পী ও লেখক ভিক্টোর হুগো ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন।
১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার বিখ্যাত কবি ভ্লাদিমির মায়াকুভোস্কি জন্মগ্রহণ করেন।
১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে টেমস নদীর তলদেশে ব্ল্যাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।
১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে এর্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর এর জন্ম।
১৯২৭ খ্রিস্টাব্দের এই দিনে চীনের নানশানে প্রচন্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের মৃত্যু।
১৯৩৯ খ্রিস্টাব্দের সালের এই দিনে জার্মানীর বার্লিনে ইতালী ও জার্মানীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার এর জন্ম।
১৯৬৭ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কবি ল্যাংস্টন হিউজের মৃত্যু।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং কমিউনিস্ট বিপ্লবী এসএ ডাঙ্গের মৃত্যু।
২০১২ খ্রিস্টাব্দের এই দিনে অধ্যাপক মোজাফফর আহমদ এর মৃত্যু।