PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আজকের এই দিনে : ২৫ অক্টোবর

১১৫৪ সালের এই দিনে হেনরি-২ ইংল্যান্ডের রাজা হন।
১৪০০ সালের এই দিনে ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার মৃত্যুবরণ করেন।
১৪৫৯ সালের এই দিনে মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক খান জাহান আলী মৃত্যুবরণ করেন।
১৭৬০ সালের এই দিনে জর্জ-৩ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮১১ সালের এই দিনে ফরাসি গণিতবিদ এভারিস্ত গালোয়া জন্মগ্রহন করেন।
১৮২৫ সালের এই দিনে ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৮১ সালের এই দিনে বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলু পিকাসো স্পেনে জন্মগ্রহণ করেন।
১৮৮২ সালের এই দিনে আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন জন্মগ্রহন করেন।
১৮৮২ সালের এই দিনে আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন জন্মগ্রহন করেন।
১৮৮৯ সালের এই দিনে ফরাসি চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক, লেখক ও অভিনেতা আবেল গান্স জন্মগ্রহন করেন।
১৯০৬ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
১৯১৭ সালের এই দিনে জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহন করে।
১৯৩৬ সালের এই দিনে ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
১৯৩৭ সালের এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার উইলফ ম্যাকগিনেস জন্মগ্রহন করেন।
১৯৪৫ সালের এই দিনে চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৪৬ সালের এই দিনে স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
১৯৪৭ সালের এই দিনে কবি মাহাবুব সাদিক জন্মগ্রহন করেন।
১৯৫১ সালের এই দিনে স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২ সালের এই দিনে উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৬৪ সালের এই দিনে স্বাধীনতার প্রাক্কালে ভারতে কংগ্রেস-লীগ অন্তবর্তীকালীন মন্ত্রিসভা গঠন করে।
১৯৭১ সালের এই দিনে ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
১৯৭৫ সালের এই দিনে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
১৯৭৫ সালের এই দিনে রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালিদাস রায় মৃত্যুবরণ করেন।
১৯৮৩ সালের এই দিনে গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
১৯৮৩ সালের এই দিনে বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
১৯৮৪ সালের এই দিনে বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী আহমেদ বিন মুসা জন্মগ্রহন করেন।
১৯৮৬ সালের এই দিনে ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
১৯৯৩ সালের এই দিনে বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখ জন্মগ্রহন করেন।
১৯৯৪ সালের এই দিনে ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
২০০৯ সালের এই দিনে বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
২০১১ সালের এই দিনে বাংলাদেশের প্রথিতযশা ও জনপ্রিয় আলোকচিত্রশিল্পী রশীদ তালুকদার মৃত্যুবরণ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.