ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ২৫ সেপ্টেম্বর

ইতিহাসে ২৫ সেপ্টেম্বর।
১২৯৪ সালের এই দিনে প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান মৃত্যুবরণ করেন।
১৩৪০ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।
১৩৯৬ সালের এই দিনে দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।
১৪৯৩ সালের এই দিনে কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৫২৪ সালের এই দিনে বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
১৬১৭ সালের এই দিনে জাপানের সম্রাট গো-ইয়োজেই-এর মৃত্যু।
১৬৩৯ সালের এই দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
১৬৫৪ সালের এই দিনে ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।
১৬৮০ সালের এই দিনে ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলারের মৃত্যু।
১৭৪৪ সালের এই দিনে প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়ামের জন্ম।
১৮০৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।
১৮৮১ সালের এই দিনে চীনা লেখক লু শুনের জন্ম।
১৮৯৭ সালের এই দিনে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
১৮৯৭ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৪৯] মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনারের জন্ম।
১৯১২ সালের এই দিনে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ সালের এই দিনে কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।
১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।
১৯৪৪ সালের এই দিনে মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালের এই দিনে মার্কিন চলচ্চিত্রাভিনেতা ক্রিস্টোফার রীভ জন্মগ্রহন করেন। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
১৯৫৩ সালের এই দিনে জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোনের মৃত্যু।
১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ইন্তেকাল।
১৯৬৮ সালের এই দিনে মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ জন্মগ্রহন করেন।
১৯৬৯ সালের এই দিনে ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।
১৯৭০ সালের এই দিনে সাহিত্যিক এরিক মারিয়া রেমর্কের মৃত্যু।
১৯৭২ সালের এই দিনে নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।
১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
১৯৭৭ সালের এই দিনে শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।
১৯৯৭ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায় ।
২০০১ সালের এই দিনে বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস মৃত্যুবরণ করেন।
২০০৩ সালের এই দিনে জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।
২০০৩ সালের এই দিনে ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ২৫ সেপ্টেম্বর "

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All