ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ২৪ সেপ্টেম্বর

১৫৩৪ সালের এই দিনে চতুর্থ শিখ গুরু রাম দাস জন্মগ্রহণ করেন।
১৭২৬ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
১৭৮৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।
১৭৮৯ সালের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।
১৮০৫ সালের এই দিনে ফরাসী সম্রাট নেপোলিয়ান বেনাপোর্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।
১৮৪১ সালের এই দিনে ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
১৮৫৯ সালের এই দিনে সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।
১৮৬০ সালের এই দিনে ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মোহসীন উদ্দীন) ইন্তেকাল।
১৮৯৮ সালের এই দিনে নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহন করেন।
১৯১৯ সালের এই দিনে বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।
১৯২৪ সালের এই দিনে রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের মৃত্যু ।
১৯২৫ সালের এই দিনে কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।
১৯৩২ সালের এই দিনে বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় কাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন।
১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
১৯৩৯ সালের এই দিনে জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।
১৯৪৮ সালের এই দিনে হোন্ডা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সালের এই দিনে ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম।
১৯৬০ সালের এই দিনে আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়।
১৯৬৮ সালের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
১৯৭৪ সালের এই দিনে আফ্রিকার দেশ গিনি বিসাও পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে ।
১৯৮৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন।
১৯৯০ সালের এই দিনে সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
২০০৭ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ২৪ সেপ্টেম্বর"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All