ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

JSC লেখাপড়া: বাংলা ২য় মডেল

১.
কোন স্বরবর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই?

ক. ই

খ. ঈ

গ. অ

  ঘ. আ

২.
চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

  ক. পদবিন্যাস সুনির্দিষ্ট

  খ. ব্যাকরণের অনুসারী

  গ. ভাষারীতি অপরিবর্তনীয়

  ঘ. ভাষারীতি সরল ও সাবলীল

৩.
‘পরীক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  ক. পরী+ইক্ষা

খ. পরি+ঈক্ষা

  গ. পরি+ইক্ষা

ঘ. পরী+ঈক্ষা

৪.
নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক. কৃতদার

খ. মানুষ

গ. বাঙালি

ঘ. সন্তান

৫.
কোন কোন পদের বচনভেদ হয়?

ক. বিশেষ্য ও সর্বনাম

খ. সর্বনাম ও ক্রিয়া

গ. বিশেষ্য ও বিশেষণ

ঘ. সর্বনাম ও অব্যয়

৬.
বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয়যোগে গঠিত হয় কোন ধাতু?

  ক. সাধিত ধাত

খ. প্রযোজক ধাতু 

  গ. নাম ধাতু

ঘ. কর্মবাচ্যের ধাতু

৭.
নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

  ক. মা খেতে ডেকেছেন

  খ. আমি ইংরেজি পড়া শেষ করেছি

  গ. ছেলেরা ফুটবল খেলছে

  ঘ. আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই

৮.
দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

  ঘ. পাঁচ

৯.
প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি?

  ক. সাহিত্যিক

খ. সুদিন

গ. বিজ্ঞান

ঘ. বিদ্যালয়

১০.
মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি?

ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে

খ. তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না

গ. ছেলেটি গরিব কিন্তু মেধাবী

ঘ. এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না

১১.
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়?

ক. কমা

খ. সেমিকোলন

গ. ড্যাস

ঘ. হাইফেন

১২.
নিচের কোন বানানটি সঠিক?

ক. বিদূষী

খ. বিদুষী

গ. স্বরস্বতী

ঘ. জননি

১৩.
অভিধানের অপর নাম কী?

ক. জ্ঞানকোষ

খ. অর্থকোষ  গ. শব্দকোষ

ঘ. বিশ্বকোষ

১৪.
‘ছেলেটি অঙ্কে কাঁচা’ এখানে ‘কাঁচা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. অপক্ব

খ. অপরিণত

গ. অদক্ষ

ঘ. দুর্বল

১৫.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পাহাড়

খ. ভূধর

গ. দ্যুলোক

ঘ. বীম

১৬.
‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ কোনটি?

  ক. সর্বস্বান্ত

খ. ভাগ্যহীন

গ. মন্দভাগ্য

ঘ. হতভাগ্য

১৭.
সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?

  ক. দর্শন

খ. সমিতি

গ. পর্বত

ঘ. মানুষ

১৮.
‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  ক. অভদ্র

খ. শান্ত

গ. দুর্দান্ত

ঘ. বাচাল

১৯.
কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?

  ক. সাপুড়ে সাপ খেলায়

  খ. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

  গ. শোভন বই পড়ে  ঘ. সে পাস করে গেল

২০.
মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?

ক. চতুর্থ

খ. পঞ্চম

গ. ষষ্ঠ

  ঘ. সপ্তম

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.ক।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "JSC লেখাপড়া: বাংলা ২য় মডেল"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All