ExamBD

PDF সার্চ করুন:

WhatsAppFollow us on WhatsApp

আজকের এই দিনে : ২২ আগস্ট

ইতিহাসে ২২ আগস্ট।
১৬০২ সালের এই দিনে মোগল যুগের ঐতিহাসিক ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল নিহত হন।
১৬২৭ সালের এই দিনে ফ্রান্সে খ্রীস্টান ক্যাথলিক ও প্রোটেষ্ট্যান্টদের মধ্যে সর্বশেষ যুদ্ধ সংঘটিত হয়।
১৬৪২ সালের এই দিনে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
১৬৯৮ সালের এই দিনে সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৮১৮ সালের এই দিনে ব্রিটিশ গভর্ণর জেনারেল অব ইন্ডিয়া ওয়ারেন হেস্টিংস মৃত্যুবরণ করেন।
১৮২৮ সালের এই দিনে জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ ফ্রানৎস ইয়োসেফ গলের মৃত্যু।
১৮৬২ সালের এই দিনে খ্যাতনামা ফরাসী সঙ্গীতজ্ঞ অশিল ক্লাউড ডেবুচি রাজধানী প্যারিসের উপকণ্ঠে জন্ম গ্রহণ করেন ।
১৮৬৪ সালের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৮৬৪ সালের এই দিনে জেনেভায় যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে ঐতিহাসিক জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।
১৮৭৭ সালের এই দিনে সিংহলি শিল্পী এ কে কুমারস্বামী জন্মগ্রহন করেন।১৯০৪ সালের এই দিনে চীনের নেতা দেঙ জিয়াও পিঙ জন্মগ্রহণ করেন।
১৯১০ সালের এই দিনে জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভূক্ত করে নেয়। এ অবস্থা চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
১৯১৫ সালের এই দিনে নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম।
১৯২৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সোনার খনি আবিস্কৃত হয়।
১৯২৭ সালের এই দিনে মিথ্যা মামলায় আমেরিকার দুই বামপন্থী শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেত্তিকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
১৯৩২ সালের এই দিনে বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু।
১৯৪২ সালের এই দিনে ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ সালের এই দিনে জার্মান সেনাবাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
১৯৫৮ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩৭] ফরাসি সাহিত্যিক রঝা মাতাঁ দুগার মৃত্যু।
১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তার মৃত্যু।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া গেল।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।
২০০৬ সালের এই দিনে ভারতে’ বন্দে মাতরম্’ বিতর্ক নিয়ে দেশটির পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দিতে হয় ।

SUBSCRIBE TO OUR NEWSLETTER

Seorang Blogger pemula yang sedang belajar

0 Response to "আজকের এই দিনে : ২২ আগস্ট"

Post a Comment

চাকরির প্রস্তুতি সহায়ক বই
চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান PDF
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF

View All

সাম্প্রতিক প্রশ্নোত্তর

View All