PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

১৪ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং এর আওতাধীন মেডিকেল ইউনিটগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪টি বেসামরিক শূন্যপদে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
প্রিন্সিপাল রিসার্চ অফিসার (সিজিও-১), সিনিয়র রিসার্চ অফিসার (সিজিও-১), ডিএডিজিএমএস (ইকুইপমেন্ট) (সিজিও-১), প্রশাসনিক কর্মকর্তা (সিজিও-২/১), ফটোমাইক্রোগ্রাফার (সিজিও-১), পরিসংখ্যানবিধ (সিজিও-১), কিউরেটর (সিজিও-১), এনটোমলজিস্ট (সিজিও-১), ডিজাইনার (সিজিও-১),সহকারী লাইব্রেরিয়ান (সিজিও-২),হিসাবরক্ষক (সিজিও-২), ক্যাটালগার (সিজিও-২), আর্টিস্ট (সিজিও-২)
যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছরের মধ্যে হতে হবে। সিনিয়র রিসার্চ অফিসার পদে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য পদগুলোর জন্য বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে dgms.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর, ২০১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট dgms.teletalk.com.bd

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.