PDF সার্চ করুন:

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন

☝️☝️
Join our channels

আজকের এই দিনে : ২৬ আগস্ট

১৩০৩ সালের এই দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।
১৭২৩ সালের এই দিনে অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু।
১৭৬৮ সালের এই দিনে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ সালের এই দিনে ফরাসী বিপ্লব বিজয় লাভের পর সেদেশের সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮২১ সালের এই দিনে আর্জেন্টিনার বয়েন্স আয়ারেস বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৮৬৯ সালের এই দিনে রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম।
১৮৭৩ সালের এই দিনে মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্টের জন্ম।
১৮৮০ সালের এই দিনে ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ারের জন্ম।
১৮৮৩ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৮৮৫ সালের এই দিনে বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স জন্ম গ্রহণ করেন।
১৯১০ সালের এই দিনে মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেম্স মৃত্যুবরণ করেন।
১৯১০ সালের এই দিনে মাদার তেরেসা জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালের এই দিনে জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২০ সালের এই দিনে থাইল্যান্ডের জেনারেল ও প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দ জন্মগ্রহণ করেন।
১৯২০ সালের এই দিনে কৌতুকাভিনেতা ভানু (শাম্যময়) বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯২৭ সালের এই দিনে কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।
১৯৩৪ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের মৃত্যু।
১৯৪১ সালের এই দিনে উপ মহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ সালের এই দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫১ সালের এই দিনে ফিল্ড্স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড উইটেন জন্মগ্রহন করেন।
১৯৫৫ সালের এই দিনে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ।
১৯৭০ সালের এই দিনে সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।
১৯৮২ সালের এই দিনে ইতিহাসবেত্তা সুশোভন সরকারের মৃত্যু।
১৯৮৮ সালের এই দিনে প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্মথ রায়ের মৃত্যু।
২০০৫ সালের এই দিনে বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Thanks For Visiting ❤️
Ok, Go it!