Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


আজকের এই দিনে : ০৮ আগস্ট

ইতিহাসে ৮ আগস্ট
১০৭৯ সালের এই দিনে জাপানের সম্রাট হোরিকাওয়ার জন্ম।
১২২০ সালের এই দিনে লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয় সুইডেন।
১৫৪৯ সালের এই দিনে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৩২ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং জন্মগ্রহন করেন।
১৭৯৬ সালের এই দিনে ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
১৮১০ সালের এই দিনে ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
১৮১৫ সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৮২৪ সালের এই দিনে রাশিয়ার জারিনা মারিয়া আলেকজান্দ্রোভনার জন্ম।
১৮৬৪ সালের এই দিনে শিক্ষাব্রতী লেডি অবলা বসুর জন্ম।
১৮৬৪ সালের এই দিনে জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৮৬৪ সালের এই দিনে আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
১৮৯৮ সালের এই দিনে বাংলা নবজাগরণের অন্যতম প্রবক্তা রামতনু লাহিড়ীর মৃত্যু।
১৮৯৮ সালের এই দিনে ফরাসী চিত্রশিল্পী ইউজেন-লুই বোঁদার মৃত্যু।
১৯০১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩৯] মার্কিন পারমাণবিক পদার্থবিদ আর্সেস্ট লরেন্সের জন্ম।
১৯০২ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩৩] পদার্থবিদ পল ডিরাকের জন্ম।
১৯০৬ সালের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৩১ সালের এই দিনে ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ জন্মগ্রহন করেন।
১৯৪৯ সালের এই দিনে ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোকের মৃত্যু।
১৯৫৫ সালের এই দিনে জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু।
১৯৬৭ সালের এই দিনে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান (অঝঊঅঘ) প্রতিষ্ঠিত হয়।
১৯৭৭ সালের এই দিনে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮১ সালের এই দিনে সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার জন্মগ্রহন করেন।
১৯৮৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!