বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)-এ জনবল নিয়োগ
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৯টি ভিন্ন পদে ১,৪৫৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করতে পারবেন সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৪।
সকল চাকরির সার্কুলার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
প্রতিষ্ঠানের নাম: সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)
পদের সংখ্যা: ১৯টি পদে মোট ১,৪৫৫ জন
পদের বিবরণ
১. মনিটরিং কর্মকর্তা – পদ সংখ্যা ২, বয়স সর্বোচ্চ ৫২ বছর।
২. প্রশাসক (হাসপাতাল) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫২ বছর।
৩. বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
৪. বিভাগীয় প্রধান (গবেষণা ও প্রকাশনা) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
৫. প্রধান সমন্বয়কারী (কৃষি ও প্রাণীসম্পদ) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
৬. প্রিন্সিপাল (পলিটেকনিক ইন্সটিটিউট) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
৭. স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি-প্রকল্প) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
৮. চিকিৎসক (মহিলা) – পদ সংখ্যা ২, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
৯. নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান) – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
১০. স্থাপত্য প্রকৌশলী – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৫০ বছর।
১১. এরিয়া ম্যানেজার – পদ সংখ্যা ২৫, বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
১২. হিসাব কর্মকর্তা/অডিট কর্মকর্তা – পদ সংখ্যা ১০, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
১৩. সিনিয়র অফিসার (ক্রেডিট)/শাখা ব্যবস্থাপক – পদ সংখ্যা ১০০, বয়স সর্বোচ্চ ৪০ বছর।
১৪. অফিসার (ক্রেডিট)/সহকারী শাখা ব্যবস্থাপক – পদ সংখ্যা ২০০, বয়স সর্বোচ্চ ৩২ বছর।
১৫. এ্যাসোসিয়েট অফিসার (ক্রেডিট)/শাখা হিসাবরক্ষক – পদ সংখ্যা ১০০, বয়স সর্বোচ্চ ৩২ বছর।
১৬. এ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/সিনিয়র মাঠ সংগঠক – পদ সংখ্যা ১০০০, বয়স সর্বোচ্চ ৩২ বছর।
১৭. সিনিয়র নার্স/ওটি ইনচার্জ (হাসপাতাল) – পদ সংখ্যা ২, বয়স সর্বোচ্চ ৮০ বছর।
১৮. নার্স (এসএসএস হাসপাতাল) – পদ সংখ্যা ৫, বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
১৯. ডাইনিং/ক্যান্টিন ম্যানেজার – পদ সংখ্যা ১, বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
অন্যান্য শর্তাবলী
পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রাসঙ্গিক যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ আছে। বিজ্ঞপ্তি দেখুন
আবেদন ফি:
প্রতি আবেদন ফি ২০০ টাকা, যা "সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)" এর অনুকূলে সোনালী ব্যাংক, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইলের সঞ্চয়ী হিসাব নম্বর ৬০১৫২৩৪০০২০৪৫–এ অনলাইন জমা বা টিটি করতে হবে। জমার স্লিপ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে এসএসএস-এর সিনিয়র পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্বাক্ষরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানো যাবে সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
আবেদন পাঠানোর ঠিকানা:
সিনিয়র পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)
এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদনের সময়সীমা:
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৪ ইং।