এক লাখ শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে
সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী তিন মাসের মধ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এনটিআরসিএকে (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদসংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আগামী মাস থেকে শুরু হবে।
এনটিআরসিএ জানিয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেক পদ পূরণ করা সম্ভব হয়নি। প্রায় ৭৭ হাজার ৫০০ পদ এখনও ফাঁকা রয়েছে, এবং চলতি বছরে আরও ২০-২৫ হাজার পদ অবসরজনিত কারণে শূন্য হয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা প্রায় এক লাখের বেশি হতে পারে।
এনটিআরসিএর নিয়োগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। এবার অনেক বেশি পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে, ফলে যোগ্য প্রার্থীর সংখ্যা যথেষ্ট হবে।
ই-রিকুইজিশন কার্যক্রম ও শূন্য পদের তথ্য সংগ্রহ
গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে ই-রিকুইজিশন কার্যক্রমের মাধ্যমে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করেছে, যা ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া, এই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদাও পাঠাতে বলা হয়েছে।
এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেছেন, শূন্য পদের তথ্য যাচাই-বাছাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
শিক্ষক নিয়োগের ইতিহাস
২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করছে। ২০১৫ সাল থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা এনটিআরসিএকে দেওয়া হয়। এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএ ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।
সূত্র: Dhakapost