বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি MCQ প্রশ্নোত্তর
১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর: খ
২. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
ক) বাহরাইন
খ) ইরাক
গ) মেক্সিকো
ঘ) ইরান
সঠিক উত্তর: ঘ
৩. নৃ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) অ্যালপাইন
খ) আদি-অস্ট্রেলীয়
গ) নার্ডিক
ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর: খ
৪. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক) মোঙ্গল
খ) পুন্দ
গ) দ্রাবিড়
ঘ) পুন্দ্র
সঠিক উত্তর: গ
৫. বাঙালি জাতি হিসেবে কী?
ক) সংকর
খ) আলপাইনো
গ) নর্ডিক
ঘ) দ্রাবিড়
সঠিক উত্তর: ক
৬. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
ক) ত্রিপিটক
খ) উপনিষদ
গ) বেদ
ঘ) ভগবৎ গীতা
সঠিক উত্তর: গ
৭. সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন?
ক) রমেশচন্দ্র মজুমদার
খ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
গ) এইচ. দানী
ঘ) কানিংহাম
সঠিক উত্তর: খ
৮. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণ ভূমি অঞ্চলে
খ) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে
গ) ভাগীরথী নদীর পশ্চিম তীর
ঘ) আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব পাহাড়ি এলাকায়
সঠিক উত্তর: ক
৯. আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল -
ক) বেলুচিস্তানে
খ) উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে
গ) দক্ষিণ ভারতে
ঘ) বাংলায়
সঠিক উত্তর: খ
১০. দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়?
ক) টোডা
খ) দ্রাবিড়
গ) মুর
ঘ) আফ্রিদি
সঠিক উত্তর: খ
১১. বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ -
ক) মঙ্গোলয়েড
খ) সেমেটিক
গ) অস্ট্রোলয়েড
ঘ) ককেশীয়
সঠিক উত্তর: ক
১২. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষি ছিলেন?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
সঠিক উত্তর: গ
১৩. এদেশে আগমনের সময় ইন্দোচীন পথ ব্যবহার করেছিল কারা?
ক) অস্ট্রিকরা
খ) দ্রাবিড়রা
গ) মঙ্গোলীয়রা
ঘ) আর্যরা
সঠিক উত্তর: ক
১৪. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষি ছিলেন?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) অস্ট্রিক
ঘ) হিন্দি
সঠিক উত্তর: গ
১৫. কিরগিজ তৃণভূমি অঞ্চল থেকে কারা আগমন করে?
ক) আর্যরা
খ) দ্রাবিড়রা
গ) মঙ্গোলীয়রা
ঘ) অনায
সঠিক উত্তর: ক
১৬. নিচের কোন জনগোষ্ঠী খাইবার গিরিপথ ধরে ভারতবর্ষে আগমন করে?
ক) আর্যরা
খ) নেগ্রিটোরা
গ) আলপাইনরা
ঘ) নর্ডিকরা
সঠিক উত্তর: ক
১৭. বাঙালি জাতি আর কী নামে পরিচিত ছিল?
ক) নিষাদ
খ) সংকর
গ) বাঙ
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক
১৮. কোন পর্বতমালার অঞ্চল থেকে আর্যরা এদেশে আগমন করে?
ক) ইউরাল
খ) আন্দিজ
গ) হিমালয়
ঘ) আলপস
সঠিক উত্তর: ক
১৯. বাঙালি প্রধানত কতটি জনগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: ক
২০. বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জনগোষ্ঠী থেকে?
ক) দ্রাবিড়
খ) মঙ্গোলীয়
গ) অস্ট্রিক
ঘ) আর্য
সঠিক উত্তর: গ
২১. আর্যপূর্ব বাঙালি জাতি বলা হয় কাদের?
ক) অস্ট্রিক
খ) বাঙ
গ) দ্রাবিড়
ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর: খ
২২. বাঙালির পূর্ব পুরুষরা কী ছিল?
ক) ব্যাধ
খ) রাখাল
গ) কৃষক
ঘ) কুমার
সঠিক উত্তর: গ
২৩. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৯১৯
খ) ১৯২০
গ) ১৯২১
ঘ) ১৯২২
সঠিক উত্তর: গ
২৪. সর্বপ্রথম এদেশে কৃষিকাজ শুরু করে কারা?
ক) দ্রাবিড়রা
খ) অস্ট্রিকরা
গ) মঙ্গোলীয়রা
ঘ) আর্যরা
সঠিক উত্তর: খ
২৫. বাংলার আদি অধিবাসীগণ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) নেগ্রিটো
খ) অস্ট্রিক
গ) দ্রাবিড়
ঘ) মঙ্গোলীয়
সঠিক উত্তর: খ
কার্টেসি: আসাদ সিরিজ