Daily MCQ 1 November 2024
১. ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
a) ভারত
b) বাংলাদেশ
c) নেপাল
d) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: b) বাংলাদেশ
২. ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কে?
a) শারমিন আক্তার
b) ঋতুপর্ণা চাকমা
c) মারিয়া মানসুর
d) নাবিলা শিরিন
সঠিক উত্তর: b) ঋতুপর্ণা চাকমা
৩. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর?
a) ১১তম
b) ১২তম
c) ১৩তম
d) ১৪তম
সঠিক উত্তর: c) ১৩তম
৪. বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কত ডলার পোশাক রপ্তানি হয়?
a) ৩ হাজার ৫০০ কোটি ডলার
b) ৩ হাজার ৬০০ কোটি ডলার
c) ৩ হাজার ৬১৩ কোটি ডলার
d) ৩ হাজার ৭০০ কোটি ডলার
সঠিক উত্তর: c) ৩ হাজার ৬১৩ কোটি ডলার
৫. ভলকার টুর্ক জাতিসংঘের কততম মানবাধিকার বিষয়ক হাইকমিশনার?
a) ৬ষ্ঠ
b) ৭ম
c) ৮ম
d) ৯ম
সঠিক উত্তর: c) ৮ম
৬. ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী?
a) আবদুল হাই
b) মোহাম্মদ আকরম খাঁ
c) শফিক রেহমান
d) সিদ্দিকুর রহমান
সঠিক উত্তর: b) মোহাম্মদ আকরম খাঁ (প্রতিষ্ঠাকাল: ৩১ অক্টোবর ১৯৩৬)
৭. 'পুয়ের্তো রিকো' দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
a) যুক্তরাজ্য
b) যুক্তরাষ্ট্র
c) কানাডা
d) স্পেন
সঠিক উত্তর: b) যুক্তরাষ্ট্র
৮. ২০২৪ সালের 'ডি-৮' এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
a) ১৫-১৮ ডিসেম্বর, ২০২৪
b) ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪
c) ১৭-২০ ডিসেম্বর, ২০২৪
d) ১৮-২১ ডিসেম্বর, ২০২৪
সঠিক উত্তর: b) ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪
৯. বিশ্ব মিতব্যয়িতা দিবস এবং বিশ্ব শহর দিবস কবে পালিত হয়?
a) ৩০ অক্টোবর
b) ৩১ অক্টোবর
c) ১ নভেম্বর
d) ২ নভেম্বর
সঠিক উত্তর: b) ৩১ অক্টোবর
১০. নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ এবং রানার্সআপ কোন দেশ?
a) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ ভারত
b) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল
c) চ্যাম্পিয়ন নেপাল, রানার্সআপ বাংলাদেশ
d) চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ বাংলাদেশ
সঠিক উত্তর: b) চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল
১১. ২০২৪ সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন কতজন বিজ্ঞানী?
a) ৫ জন
b) ৬ জন
c) ৭ জন
d) ৮ জন
সঠিক উত্তর: c) ৭ জন বিজ্ঞানী
১২. ২০২৪ সালে ব্যালন ডি'অর বর্ষসেরা গোলকিপার কে?
a) আলিসন বেকার
b) এমিলিয়ানো মার্তিনেজ
c) মানু নয়ার
d) কাইলর নাভাস
সঠিক উত্তর: b) এমিলিয়ানো মার্তিনেজ
১৩. ২০২৪ সালে ব্যালন ডি'অর (পুরুষ) জয়ী কে এবং তার দল কোনটি?
a) রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
b) লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মিয়ামি)
c) কিরেন টিয়েরি (ফ্রান্স, আর্সেনাল)
d) রোনালদো (পর্তুগাল, আল নাসর)
সঠিক উত্তর: a) রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
১৪. 'Folklore Society' কী?
a) সংস্কৃতি গবেষণার প্রতিষ্ঠান
b) বিদ্বানদের সমাজ
c) নৃতত্ত্ব সংস্থা
d) সাহিত্য সংগঠন
সঠিক উত্তর: b) বিদ্বানদের সমাজ
১৫. টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা কে?
a) ঝাং ইমিং
b) পেং ঝেন
c) হুয়াং জুঙ
d) লি ইউয়ান
সঠিক উত্তর: a) ঝাং ইমিং (চীনের শীর্ষ ধনী)
১৬. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক কে?
a) অ্যামি পোপ
b) অ্যান্টোনিও গুতেরেস
c) উইলি ভ্যান লোয়েন
d) পিটার স্যামের
সঠিক উত্তর: a) অ্যামি পোপ
১৭. 'Proletariat' সাহিত্য বর্তমানে কোথায় আদৃত হচ্ছে?
a) ইউরোপে
b) আমেরিকায়
c) এশিয়ায়
d) আফ্রিকায়
সঠিক উত্তর: b) আমেরিকায়
১৮. চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে কত?
a) ৪ লাখ ২০ হাজার টাকা
b) ৪ লাখ ৫০ হাজার টাকা
c) ৪ লাখ ৭৮ হাজার টাকা
d) ৫ লাখ টাকা
সঠিক উত্তর: c) ৪ লাখ ৭৮ হাজার টাকা
১৯. সম্প্রতি ঢাকা সফর করেছেন কে?
a) রাষ্ট্রপতি
b) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
c) প্রধানমন্ত্রী
d) পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর: b) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
২০. বাংলাদেশের আয়তনের এক-দশমাংশ নিয়ে গঠিত অঞ্চল কোনটি?
a) সাতক্ষীরা
b) তিন পার্বত্য জেলা
c) সুন্দরবন
d) সিলেট
সঠিক উত্তর: b) তিন পার্বত্য জেলা
২১. এইচপিভি এর পূর্ণরূপ কী?
a) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
b) হিউম্যান প্যানক্রিয়াস ভাইরাস
c) হিউম্যান প্রোটিন ভাইরাস
d) হিউম্যান পেনিস ভাইরাস
সঠিক উত্তর: a) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস
২২. নারী সাফ ফুটবল ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ?
a) নেপাল
b) ভারত
c) বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে
d) শ্রীলঙ্কা
সঠিক উত্তর: c) বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে
২৩. বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে?
a) সাবিনা খাতুন
b) মিতু রহমান
c) রিজভী রহমান
d) মার্জিনা আক্তার
সঠিক উত্তর: a) সাবিনা খাতুন
২৪. দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে কী নামে?
a) সরকারি কলেজ
b) সংশ্লিষ্ট জেলার নামে
c) ইউনিভার্সিটি কলেজ
d) মেডিক্যাল কলেজ
সঠিক উত্তর: b) সংশ্লিষ্ট জেলার নামে
২৫. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বিজনেস ডেভেলপমেন্ট প্রধান কে?
a) নাহিয়ান রহমান
b) শাকিব খান
c) রাসেল ডি'সুজা
d) মোহাম্মদ সেলিম
সঠিক উত্তর: a) নাহিয়ান রহমান (বাসস)
২৬. নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সদস্যের সংখ্যা কত?
a) ৪ জন
b) ৫ জন
c) ৬ জন
d) ৭ জন
সঠিক উত্তর: c) ৬ জন
২৭. নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কতবার?
a) দুইবার
b) তিনবার
c) সর্বোচ্চ চারবার
d) পাঁচবার
সঠিক উত্তর: c) সর্বোচ্চ চারবার
২৮. অন্তর্বর্তী সরকারের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন কে?
a) উপদেষ্টা ড. আসিফ নজরুল
b) প্রধানমন্ত্রী
c) রাষ্ট্রপতি
d) চিফ জাস্টিস
সঠিক উত্তর: a) উপদেষ্টা ড. আসিফ নজরুল
২৯. সম্প্রতি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ?
a) চীন
b) ভারত
c) উত্তর কোরিয়া
d) পাকিস্তান
সঠিক উত্তর: c) উত্তর কোরিয়া
৩০. সম্প্রতি শক্তিশালী টাইফুন 'কং-রে' কোন দেশে আঘাত আনে?
a) জাপানে
b) তাইওয়ানে
c) ফিলিপিন্স
d) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: b) তাইওয়ানে
৩১. যুক্তরাষ্ট্র নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা কয়টি?
a) ৫০০টি
b) ৫৩৮টি
c) ৫৪০টি
d) ৫৬০টি
সঠিক উত্তর: b) ৫৩৮টি
৩২. সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেছে?
a) ইউএনএইচসিআর
b) ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা)
c) ইউএনডিপি
d) ইউএনওপিএস
সঠিক উত্তর: b) ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা)
৩৩. বেসিসের নতুন সভাপতি কে?
a) এম রাশিদুল হাসান
b) মোহাম্মদ আলী
c) মাহফুজুল ইসলাম
d) জাহাঙ্গীর আলম
সঠিক উত্তর: a) এম রাশিদুল হাসান