Daily GK 1 November 2024
✏️ টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা কে?
উত্তর: ঝাং ইমিং (চীনের শীর্ষ ধনী)।
✏️ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক কে?
উত্তর: অ্যামি পোপ।
✏️ 'Proletariat' সাহিত্য বর্তমানে কোথায় আদৃত হচ্ছে?
উত্তর: আমেরিকায়।
✏️ চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে কত?
উত্তর: কমপক্ষে ৪ লাখ ৭৮ হাজার টাকা।
✏️ সম্প্রতি ঢাকা সফর করেছেন কে?
উত্তর: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
✏️ বাংলাদেশের আয়তনের এক-দশমাংশ নিয়ে গঠিত অঞ্চল কোনটি?
উত্তর: তিন পার্বত্য জেলা।
✏️ এইচপিভি এর পূর্ণরূপ কী?
উত্তর: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
✏️ নারী সাফ ফুটবল ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: বাংলাদেশ; নেপালকে ২-১ গোলে হারিয়ে।
✏️ বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক কে?
উত্তর: সাবিনা খাতুন।
✏️ দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে কী নামে?
উত্তর: সংশ্লিষ্ট জেলার নামে।
✏️ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বিজনেস ডেভেলপমেন্ট প্রধান কে?
উত্তর: নাহিয়ান রহমান (বাসস)।
✏️ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সদস্যের সংখ্যা কত?
উত্তর: ৬ জন।
✏️ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কতবার?
উত্তর: সর্বোচ্চ চারবার।
✏️ অন্তর্বর্তী সরকারের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন কে?
উত্তর: উপদেষ্টা ড. আসিফ নজরুল।
✏️ সম্প্রতি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কোন দেশ?
উত্তর: উত্তর কোরিয়া।
✏️ সম্প্রতি শক্তিশালী টাইফুন 'কং-রে' কোন দেশে আঘাত আনে?
উত্তর: তাইওয়ানে।
✏️ যুক্তরাষ্ট্র নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা কয়টি?
উত্তর: ৫৩৮টি।
✏️ সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেছে?
উত্তর: ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা)।
✏️ বেসিসের নতুন সভাপতি কে?
উত্তর: এম রাশিদুল হাসান।
✏️ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জন্য অনুসন্ধান (সার্চ) কমিটির সভাপতি কে?
উত্তর: বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
✏️ তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কে?
উত্তর: হাফেজ মুয়াজ মাহমুদ।
✏️ ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
✏️ ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন কে?
উত্তর: ঋতুপর্ণা চাকমা।
✏️ আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর?
উত্তর: ১৩তম।
✏️ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কত ডলার পোশাক রপ্তানি হয়?
উত্তর: ৩ হাজার ৬১৩ কোটি ডলার।
✏️ ভলকার টুর্ক জাতিসংঘের কততম মানবাধিকার বিষয়ক হাইকমিশনার?
উত্তর: ৮ম।
✏️ ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তর: মোহাম্মদ আকরম খাঁ (প্রতিষ্ঠাকাল: ৩১ অক্টোবর ১৯৩৬)।
✏️ 'পুয়ের্তো রিকো' দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর: যুক্তরাষ্ট্র।
✏️ ২০২৪ সালের 'ডি-৮' এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৬-১৯ ডিসেম্বর, ২০২৪।
✏️ বিশ্ব মিতব্যয়িতা দিবস এবং বিশ্ব শহর দিবস কবে পালিত হয়?
উত্তর: ৩১ অক্টোবর।
✏️ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন কোন দেশ এবং রানার্সআপ কোন দেশ?
উত্তর: চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ নেপাল।
✏️ ২০২৪ সালে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল পেয়েছেন কতজন বিজ্ঞানী?
উত্তর: ৭ জন বিজ্ঞানী।
✏️ ২০২৪ সালে ব্যালন ডি'অর বর্ষসেরা গোলকিপার কে?
উত্তর: এমিলিয়ানো মার্তিনেজ।
✏️ ২০২৪ সালে ব্যালন ডি'অর (পুরুষ) জয়ী কে এবং তার দল কোনটি?
উত্তর: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
✏️ 'Folklore Society' কী?
উত্তর: বিদ্বানদের সমাজ।
Daily GK In English - November 1, 2024
✏️ Who is the co-founder of TikTok's parent company, ByteDance?
Answer: Zhang Yiming (China's richest person).
✏️ Who is the Director-General of the International Organization for Migration (IOM)?
Answer: Amy Pope.
✏️ Where is 'Proletariat' literature currently being practiced?
Answer: In America.
✏️ How much will it cost to go for Hajj under government management this year?
Answer: At least 478,000 BDT.
✏️ Who recently visited Dhaka?
Answer: UN High Commissioner for Human Rights Volker Turk.
✏️ Which region is formed by one-tenth of Bangladesh's area?
Answer: The three hill districts.
✏️ What is the full form of HPV?
Answer: Human Papillomavirus.
✏️ Which country is the champion of the Women's SAFF Football 2024?
Answer: Bangladesh; defeating Nepal 2-1.
✏️ Who is the captain of the Bangladesh Women's Football team?
Answer: Sabina Khatun.
✏️ What is the new name given to the six government medical colleges in the country?
Answer: Named after the respective districts.
✏️ Who is the head of Business Development at the Bangladesh Investment Development Authority (BIDA)?
Answer: Nahian Rahman (BSS).
✏️ How many members are there in the search committee for forming the Election Commission?
Answer: 6 members.
✏️ According to the new decision, how many times can a student participate in the BCS exam?
Answer: A maximum of four times.
✏️ Who will perform the administrative and financial duties of the Interim Government's Speaker?
Answer: Advisor Dr. Asif Nazrul.
✏️ Which country recently conducted tests of long-range ballistic missiles?
Answer: North Korea.
✏️ Which country was recently hit by the powerful typhoon 'Kong-re'?
Answer: Taiwan.
✏️ How many total electoral votes are there in the U.S. elections?
Answer: 538 votes.
✏️ Which UN agency has the Israeli parliament recently banned?
Answer: UNRWA (United Nations Relief and Works Agency for Palestine Refugees).
✏️ Who is the new president of BASIS?
Answer: M. Rashidul Hasan.
✏️ Who is the chairperson of the search committee for forming the new Election Commission (EC)?
Answer: Justice Zubair Rahman Chowdhury.
✏️ Who won first place in the Quran competition in Turkey?
Answer: Hafiz Muaz Mahmood.
✏️ Which country is the 2024 SAFF Women’s Champion?
Answer: Bangladesh.
✏️ Who won the Player of the Tournament award at the 2024 SAFF Women’s Championship?
Answer: Rituparna Chakma.
✏️ How many governors has Bangladesh Bank had?
Answer: 13th.
✏️ According to the Bangladesh Bank report, how much was the apparel export in the fiscal year 2023-24?
Answer: 36.13 billion USD.
✏️ How many UN Human Rights High Commissioners has Volker Turk been?
Answer: 8th.
✏️ What is the name of the editor of the newspaper 'Daily Azad'?
Answer: Mohammad Akram Khan (Established on October 31, 1936).
✏️ Which country controls the island of 'Puerto Rico'?
Answer: The United States.
✏️ When will the 2024 'D-8' Summit be held?
Answer: December 16-19, 2024.
✏️ When are World Savings Day and World Cities Day celebrated?
Answer: October 31.
✏️ Which country is the champion and which is the runner-up in the Women’s SAFF Championship 2024?
Answer: Champion: Bangladesh, Runner-up: Nepal.
✏️ How many scientists received Nobel Prizes in three categories in 2024?
Answer: 7 scientists.
✏️ Who is the best goalkeeper of the Ballon d'Or 2024?
Answer: Emiliano Martinez.
✏️ Who won the Ballon d'Or (Men) in 2024 and which club do they belong to?
Answer: Rodri (Spain, Manchester City).
✏️ What is the 'Folklore Society'?
Answer: A society of scholars.
Hey! I just wanted to say,this really is an incredible website. Thankyou so much for providing all these useful informations for free. It is really helful,specially for those who can't afford buying too many books. May your good works pay you back,Thanks again!
ReplyDelete