বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২৪ থেকে এবং চলবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
সকল চাকরির সার্কুলার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
প্রতিষ্ঠানের নাম:
বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম:
এমওডিসি সৈনিক
পদসংখ্যা:
জেলা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা:
১. সাধারণ ট্রেড (GD):
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০।
২. করণিক ট্রেড (CLK):
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০।
৩. আর্মোরার ট্রেড (ARMR):
এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ (বিজ্ঞান বিভাগ)।
আবেদনের বয়স:
ন্যূনতম বয়স: ১৭ বছর (১৬ মার্চ ২০২৫ তারিখে)।
সর্বোচ্চ বয়স: ২৫ বছর।
এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা:
সাধারণ: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ:
স্বাভাবিক: ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
স্ফীত: ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
অন্যান্য শর্তাবলী:
সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানা আবশ্যক।
বৈবাহিক অবস্থা: প্রার্থী অবিবাহিত হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
প্রশিক্ষণকালীন মাসিক বেতন: ৮,৮০০ টাকা।
প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন করার শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৪