প্রশ্ন: ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থা পেয়েছে?
A) ইউনিসেফ
B) Amnesty International
C) Nihon Hidankyo
D) Red Cross
সঠিক উত্তর: C) Nihon Hidankyo
---
প্রশ্ন: চিকিৎসাবিজ্ঞানে ২০২৪ সালের নোবেল পুরস্কার কারা পেয়েছেন?
A) জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
B) ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুভকুন
C) পল লটারবার্গ ও এডওয়ার্ড মেকনিক
D) টেরি সানফর্ড ও লিন্ডা বাল্টজার
সঠিক উত্তর: B) ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুভকুন
---
প্রশ্ন: ২০২৪ সালের নোবেল রসায়ন পুরস্কার পেয়েছে কে?
A) মারিও মোলিনা
B) ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার
C) জোশুয়া লেডারবার্গ
D) হাওয়ার্ড হকিনস
সঠিক উত্তর: B) ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার
---
প্রশ্ন: ২০২৪ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
A) আর্নেস্ট হেমিংওয়ে
B) হান কাং
C) টনি মরিসন
D) মরিস রুপি
সঠিক উত্তর: B) হান কাং
---
প্রশ্ন: ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে কোন দেশ?
A) থাইল্যান্ড
B) মালয়েশিয়া
C) ফিলিপাইনস
D) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর: B) মালয়েশিয়া
---
প্রশ্ন: 'বিশ্ব শিক্ষক দিবস-২০২৪' এর প্রতিপাদ্য কী?
A) শিক্ষায় উন্নতি
B) শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার
C) শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক
D) প্রযুক্তি ও শিক্ষা
সঠিক উত্তর: B) শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার
---
প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনের কে 'রাইট লাইভলিহুড' পুরস্কার পেয়েছেন?
A) মামুন হাসান
B) ইসা আমরো
C) মারওয়ান বারঘোথি
D) সায়িদ খাতিব
সঠিক উত্তর: B) ইসা আমরো
---
প্রশ্ন: বাংলাদেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
A) ৫৫টি
B) ৪৫টি
C) ৬৫টি
D) ৭০টি
সঠিক উত্তর: A) ৫৫টি
---
প্রশ্ন: 'নর্থারো' কী?
A) লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান
B) একটি ধর্মীয় অনুষ্ঠান
C) একটি ফিল্মের নাম
D) একটি প্রাকৃতিক দুর্যোগ
সঠিক উত্তর: A) লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান
---
প্রশ্ন: সম্প্রতি আইএসও সনদ অর্জন করেছে কোন মন্ত্রণালয়?
A) স্বাস্থ্য মন্ত্রণালয়
B) শিক্ষা মন্ত্রণালয়
C) অর্থ মন্ত্রণালয়
D) পররাষ্ট্র মন্ত্রণালয়
সঠিক উত্তর: C) অর্থ মন্ত্রণালয়
---
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?
A) পাঁচটি
B) সাতটি
C) আটটি
D) দশটি
সঠিক উত্তর: B) সাতটি
---
প্রশ্ন: বিশ্বব্যাংকের প্রতিবেদনে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কোথায়?
A) প্রথম সারিতে
B) দ্বিতীয় সারিতে
C) তৃতীয় সারিতে
D) চতুর্থ সারিতে
সঠিক উত্তর: D) চতুর্থ সারিতে
---
প্রশ্ন: ক্যানসার সচেতনতায় অবদান রাখায় 'গোলাপি মানব' খেতাব পেয়েছেন কে?
A) অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার
B) ড. জাহিদ হাসান
C) অধ্যাপক সায়মন খাঁ
D) ড. রেহান সালেহ
সঠিক উত্তর: A) অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার
---
প্রশ্ন: সম্প্রতি, পৃথিবীর দিকে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটা কোন শ্রেণীভুক্ত?
A) এক্স ৫.০
B) এক্স ৭.০
C) এক্স ৮.০
D) এক্স ৯.০
সঠিক উত্তর: D) এক্স ৯.০
---
প্রশ্ন: 'সেন্টকম' কী?
A) একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান
B) মার্কিন সামরিক বাহিনী
C) একটি স্যাটেলাইট
D) একটি গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর: B) মার্কিন সামরিক বাহিনী
---
প্রশ্ন: WIPO-এর বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
A) ১০২
B) ১০৫
C) ১০৬
D) ১০৮
সঠিক উত্তর: C) ১০৬
---
প্রশ্ন: বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ শীর্ষে রয়েছে কোন দেশ?
A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) জাপান
C) সুইজারল্যান্ড
D) চীন
সঠিক উত্তর: C) সুইজারল্যান্ড