Nobel Prize নিয়ে ৪৩ প্রশ্নোত্তর PDF সহ
নোবেল পুরস্কার ২০২৪
1. ২০২৪ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার পান?
উত্তর: ১১ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান
2. সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৪ প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: হ্যান কাং (দক্ষিণ কোরিয়া)
3. হ্যান কাং রচিত বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: দ্য ভেজিটেরিয়ান
4. শান্তিতে নোবেল পুরস্কার ২০২৪ প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: নিহন হিদানকিও (জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন)
5. নিহন হিদানকিওকে কেন নোবেল শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়?
উত্তর: বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রচেষ্টা স্বরূপ
6. অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৪ প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ড্যারন অ্যাসেমোণু, সাইমন জনসন এবং জেমস রবিনসন
7. অর্থনীতিতে তারা নোবেল পুরস্কার ২০২৪ পান কোন বিষয়ে ভূমিকা পালনের জন্য?
উত্তর: সমাজের প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির উপর কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য
8. তাদেরকে কেন রসায়নে নোবেল পুরস্কার ২০২৪ প্রদান করা হয়?
উত্তর: প্রোটিনের গঠন ও নকশাসংক্রান্ত অসাধারণ সাফল্যের জন্য
9. রসায়নে নোবেল পুরস্কার ২০২৪ প্রাপ্ত ব্যক্তিদের নাম কী?
উত্তর: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস এবং জন জাম্পার
11. চিকিৎসায় নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: ভিক্টর অ্যান্ড্রোস (ইউএসএ) এবং গ্যারি রুভকুন (ইউএসএ)
12. চিকিৎসাশাস্ত্রে কোন বিষয়ে অবদানের জন্য তারা নোবেল পুরস্কার ২০২৪ পান?
উত্তর: মাইক্রোডিএনএ আবিষ্কারের জন্য
13. ২০২৪ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কী?
উত্তর: জন হপফিল্ড এবং জেফরি হিন্টন
14. তারা পদার্থ বিজ্ঞানে ২০২৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন কেন?
উত্তর: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন শিক্ষণ সক্ষম করে তোলার জন্য
নোবেল পুরস্কার নিয়ে প্রশ্নোত্তর
1. নোবেল পুরস্কারের প্রবর্তকের নাম কী?
উত্তর: সুইডিশ বিজ্ঞানী, আলফ্রেড নোবেল
2. সর্বপ্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ১৯০১ সালে
3. ১৯০১ সালে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: পাঁচটি বিষয়ের উপর
4. অর্থনীতিকে কত সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়?
উত্তর: ১৯৬৯ সালে
5. বর্তমানে কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ৬টি
6. শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট
7. পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: রয়েল সুইডিশ একাডেমি অব সাইন্সেস
8. সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন কমিটি?
উত্তর: সুইডিশ একাডেমি
9. শান্তিতে সর্বাধিক তিন বার নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা?
উত্তর: রেড ক্রস
10. নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর: ১ কোটি ১০ লাখ ক্রোনার
11. নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে?
উত্তর: সুইডেন
12. প্রতিবছর কত তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর: ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)
13. নোবেল পুরস্কারদাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: নোবেল ফাউন্ডেশন
14. বিশ্ব ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ব্যক্তি কে?
উত্তর: মালালা ইউসুফজাই (১৭ বছর বয়সে)
15. বিশ্ব ইতিহাসে বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী ব্যক্তি কে?
উত্তর: জন গুডেনফ (৯৭ বছর বয়সে)
16. নোবেলজয়ী প্রথম নারীর নাম কী?
উত্তর: মেরি কুরি
17. একাধিকবার ভিন্ন দুই ক্ষেত্রে নোবেলজয়ী নারীর নাম কী?
উত্তর: মেরি কুরি
18. মেরি কুরি কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান?
উত্তর: পদার্থবিদ্যা (১৯০৩); রসায়ন (১৯১১)
19. নোবেল পুরস্কারজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক (২০০৬ সালে)
20. নোবেলজয়ী জাতিসংঘের একমাত্র প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড
21. নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্টের সংখ্যা কত?
উত্তর: ৪ জন
22. কতজন বাঙালি ব্যক্তিত্ব নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ৪ জন (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ড. মুহাম্মদ ইউনূস, অভিজিৎ ব্যানার্জি)
23. গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে (সাহিত্যে)
24. নোবেলজয়ী প্রথম বাঙালি কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
25. অমর্ত্য সেন কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: অর্থনীতি (১৯৯৮ সালে)
26. ড. মুহাম্মদ ইউনূস কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: শান্তি (২০০৬ সালে)
27. সর্বশেষ নোবেলজয়ী বাঙালি ব্যক্তি কে?
উত্তর: অভিজিৎ ব্যানার্জি (অর্থনীতি-২০১৯)
28. দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন ব্যক্তি?
উত্তর: বাট্রান্ড রাসেল
29. রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন ব্যক্তি?
উত্তর: উইন্সটন চার্চিল (ব্রিটিশ প্রধানমন্ত্রী)
Nobel Prize 2024 In English
1. How many people received the Nobel Prize in 2024?
Answer: 11 individuals and one organization.
2. Who won the Nobel Prize in Literature in 2024?
Answer: Han Kang (South Korea).
3. What is the title of a famous book by Han Kang?
Answer: The Vegetarian.
4. Which organization won the Nobel Peace Prize in 2024?
Answer: Nihon Hidankyo (a Japanese organization of atomic bomb survivors).
5. Why was Nihon Hidankyo awarded the Nobel Peace Prize in 2024?
Answer: For its efforts toward nuclear disarmament.
6. Who won the Nobel Prize in Economics in 2024?
Answer: Daron Acemoglu, Simon Johnson, and James Robinson.
7. Why were they awarded the Nobel Prize in Economics in 2024?
Answer: For their research on how societal institutions are structured and their impact on prosperity.
8. Why were they awarded the Nobel Prize in Chemistry in 2024?
Answer: For outstanding achievements in protein design and structure.
9. Who won the Nobel Prize in Chemistry in 2024?
Answer: David Baker, Demis Hassabis, and John Jumper.
10. Who won the Nobel Prize in Medicine in 2024?
Answer: Victor Andros (USA) and Gary Ruvkun (USA).
11. What was their contribution to win the Nobel Prize in Medicine in 2024?
Answer: For the discovery of microRNA.
12. Who won the Nobel Prize in Physics in 2024?
Answer: John Hopfield and Geoffrey Hinton.
13. Why were they awarded the Nobel Prize in Physics in 2024?
Answer: For enabling machine learning through artificial neural networks.
Nobel Prize General Knowledge
1. Who was the founder of the Nobel Prize?
Answer: Swedish scientist, Alfred Nobel.
2. In which year was the Nobel Prize first awarded?
Answer: 1901.
3. How many categories were awarded in 1901?
Answer: Five.
4. When was Economics included in the Nobel Prize?
Answer: 1969.
5. How many categories are awarded currently?
Answer: Six.
6. Which committee announces the Nobel Peace Prize?
Answer: The Nobel Committee of the Norwegian Parliament.
7. Which committee announces the Nobel Prize in Physics, Chemistry, and Economics?
Answer: The Royal Swedish Academy of Sciences.
8. Which committee announces the Nobel Prize in Literature?
Answer: The Swedish Academy.
9. Which organization has won the Nobel Peace Prize the most times (three times)?
Answer: The Red Cross.
10. What is the monetary value of the Nobel Prize?
Answer: 10 million Swedish kronor.
11. From which country is the Nobel Prize awarded?
Answer: Sweden.
12. On which date is the Nobel Prize awarded each year?
Answer: December 10 (Alfred Nobel's death anniversary).
13. What is the name of the Nobel Prize-awarding foundation?
Answer: The Nobel Foundation.
14. Who is the youngest Nobel laureate in history?
Answer: Malala Yousafzai (17 years old).
15. Who is the oldest Nobel laureate in history?
Answer: John Goodenough (97 years old).
16. Who was the first female Nobel laureate?
Answer: Marie Curie.
17. Who is the only female to win the Nobel Prize in two different fields?
Answer: Marie Curie.
18. In which fields did Marie Curie receive the Nobel Prize?
Answer: Physics (1903) and Chemistry (1911).
19. Who is the only Nobel laureate from Bangladesh?
Answer: Dr. Muhammad Yunus and Grameen Bank (2006).
20. Who is the only Nobel laureate President of the United Nations?
Answer: Dag Hammarskjöld.
21. How many U.S. Presidents have received the Nobel Prize?
Answer: Four.
22. How many Bengali individuals have received the Nobel Prize?
Answer: Four (Rabindranath Tagore, Amartya Sen, Dr. Muhammad Yunus, Abhijit Banerjee).
23. In which year did Rabindranath Tagore receive the Nobel Prize for Gitanjali?
Answer: 1913 (Literature).
24. Who was the first Bengali to receive the Nobel Prize?
Answer: Rabindranath Tagore.
25. For what contribution did Amartya Sen receive the Nobel Prize?
Answer: Economics (1998).
26. For what contribution did Dr. Muhammad Yunus receive the Nobel Prize?
Answer: Peace (2006).
27. Who is the most recent Bengali Nobel laureate?
Answer: Abhijit Banerjee (Economics, 2019).
28. Which philosopher received the Nobel Prize in Literature?
Answer: Bertrand Russell.
29. Which politician received the Nobel Prize in Literature?
Answer: Winston Churchill (British Prime Minister).
Download link ( wait 4 Second )