Daily MCQ 28 October 2024
1. ভাওয়াইয়া- সম্রাট আব্বাসউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন?
a) ২৭ অক্টোবর, ১৯০০
b) ২৭ অক্টোবর, ১৯০১
c) ২৭ অক্টোবর, ১৯০২
d) ২৭ অক্টোবর, ১৯০৩
সঠিক উত্তর: b) ২৭ অক্টোবর, ১৯০১
2. বর্তমানে দেশে কতটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে?
a) ২০টি
b) ২২টি
c) ২৪টি
d) ২৬টি
সঠিক উত্তর: c) ২৪টি (জেলা সদর হাসপাতাল ১১টি)
3. বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী?
a) স্টিফেন স্যাক্স
b) মাইকেল মিলার
c) ডেভিড ব্লুম
d) জন স্মিথ
সঠিক উত্তর: b) মাইকেল মিলার
4. কতটি উদ্দেশ্য নিয়ে জার্মানির বার্লিনে 'বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪' অনুষ্ঠিত হয়?
a) ৫টি
b) ৬টি
c) ৭টি
d) ৮টি
সঠিক উত্তর: c) ৭টি
5. বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ কোনটি?
a) বাংলাদেশ
b) ভারত
c) থাইল্যান্ড
d) ভিয়েতনাম
সঠিক উত্তর: b) ভারত
6. বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশের নাম কী?
a) চীন
b) ভারত
c) জাপান
d) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: c) জাপান
7. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতির নাম কী?
a) সালাউদ্দিন
b) তাবিব আউয়াল
c) আসাদুজ্জামান
d) রুহুল আমিন
সঠিক উত্তর: b) তাবিব আউয়াল
8. জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের কতজন নারী ও কন্যাশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে?
a) ৫০ কোটি
b) ৬০ কোটি
c) ৭০ কোটি
d) ৮০ কোটি
সঠিক উত্তর: b) ৬০ কোটির বেশি
9. কমনওয়েলথের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন?
a) ড. মিনি চিরগি
b) শার্লি আয়োরকর বচওয়েক
c) ফারুক খান
d) কেট্রিন লিও
সঠিক উত্তর: b) শার্লি আয়োরকর বচওয়েক। (ঘানার পররাষ্ট্রমন্ত্রী)
10. সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
a) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
b) অধ্যাপক আনিসুজ্জামান
c) অধ্যাপক রফিকুজ্জামান
d) অধ্যাপক জাহাঙ্গীর আলম
সঠিক উত্তর: a) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে।
11. সম্প্রতি নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর ফাইনালে উঠেছে?
a) ভারত
b) বাংলাদেশ
c) নেপাল
d) ভুটান
সঠিক উত্তর: b) বাংলাদেশ। (ফাইনাল স্কোর- বাংলাদেশ ৭-১ ভুটান)
12. সম্প্রতি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বাস রপ্তানীর ঐতিহাসিক কার্যক্রম শুরু করেছে?
a) সেলফি মোটরস
b) ইফাদ অটোস
c) বিআরটিসি
d) টাটা
সঠিক উত্তর: b) ইফাদ অটোস।
13. কতটি উদ্দেশ্য নিয়ে জার্মানির বার্লিনে 'বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪' অনুষ্ঠিত হয়?
a) ৫টি
b) ৬টি
c) ৭টি
d) ৮টি
সঠিক উত্তর: c) ৭টি।
14. বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কে?
a) জেনারেল ওয়াকার-উজ-জামান
b) মোহাম্মদ মোস্তফা
c) সৈয়দ নজরুল ইসলাম
d) আনিসুল হক
সঠিক উত্তর: a) জেনারেল ওয়াকার-উজ-জামান।
15. পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক কে?
a) বাবর আজম
b) মোহাম্মদ রিজওয়ান
c) শোয়েব মালিক
d) ফখর জামান
সঠিক উত্তর: b) মোহাম্মদ রিজওয়ান।
16. বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় কবে?
a) ২০০৮ সালে
b) ২০০৯ সালে
c) ২০১০ সালে
d) ২০১১ সালে
সঠিক উত্তর: c) ২০১০ সালে।
17. কতটি উদ্দেশ্য নিয়ে জার্মানির বার্লিনে 'বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪' অনুষ্ঠিত হয়েছে?
a) ৫টি
b) ৬টি
c) ৭টি
d) ৮টি
সঠিক উত্তর: c) ৭টি। (তারিখ: ১৩-১৫ অক্টোবর)
18. বর্তমানে বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কতটি রয়েছে?
a) ২০টি
b) ২২টি
c) ২৪টি
d) ২৬টি
সঠিক উত্তর: c) ২৪টি।
19. উর্দুর পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ঘোষণার দাবি প্রথম কে করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) ধীরেন্দ্রনাথ দত্ত
c) সুভাষ চন্দ্র বসু
d) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: b) ধীরেন্দ্রনাথ দত্ত।
20. শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল?
a) পলাশী
b) কর্ণসুবর্ণ
c) গুপ্তকাল
d) সোনারগাঁও
সঠিক উত্তর: b) কর্ণসুবর্ণ।
21. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) দেবপাল
b) গোপাল
c) ধর্মপাল
d) দ্বীপেন্দ্র
সঠিক উত্তর: b) গোপাল।
22. 'মাৎস্যন্যায়'-এর অবসান ঘটে কোন বংশের আগমনে?
a) গুপ্তদের
b) পালদের
c) সেনদের
d) মৌর্যদের
সঠিক উত্তর: b) পালদের আগমনে।
23. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি?
a) তেঁতুলিয়া
b) বাংলাবান্দা
c) পতাকা
d) লালমনিরহাট
সঠিক উত্তর: b) বাংলাবান্দা।
24. 'ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা' কোথায় অনুষ্ঠিত হয়?
a) বরিশাল
b) কালকিনি, মাদারীপুর
c) ঢাকা
d) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: b) কালকিনি, মাদারীপুর।
25. সামোয়াতে আয়োজিত ৫৬ সদস্য রাষ্ট্রের কমনওয়েলথের সম্মেলনে সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
a) আবুল কাসেম ফজলুল হক
b) ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বটচওয়ে
c) ডেভিড কামেরন
d) বান কি-মুন
সঠিক উত্তর: b) ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বটচওয়ে।
26. বাংলাদেশ প্রতি বছর যে ঋণ পায় তার কত শতাংশ দেয় চীন?
a) ৫ শতাংশ
b) ১০ শতাংশ
c) ১৫ শতাংশ
d) ২০ শতাংশ
সঠিক উত্তর: b) ১০ শতাংশ।
27. বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪ কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?
a) ১০-১২ অক্টোবর, প্যারিস
b) ১৩-১৫ অক্টোবর, বার্লিনে
c) ১৫-১৭ অক্টোবর, ফ্রাঙ্কফুর্ট
d) ২০-২২ অক্টোবর, স্টুটগার্ট
সঠিক উত্তর: b) ১৩-১৫ অক্টোবর, বার্লিনে।
28. ইসরায়েল ইরানে কবে হামলা করে?
a) ২০ অক্টোবর
b) ২৫ অক্টোবর দিবাগত রাতে
c) ৩০ অক্টোবর
d) ১ নভেম্বর
সঠিক উত্তর: b) ২৫ অক্টোবর দিবাগত রাতে।
29. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
a) সালাউদ্দিন
b) তাবিথ আউয়াল
c) হারুনুর রশিদ
d) অঞ্জন চৌধুরী
সঠিক উত্তর: b) তাবিথ আউয়াল।
30. আমেরিকায় মোট ইলেক্টোরেটের সংখ্যা কতটি?
a) ৪৩৮টি
b) ৫৩৮টি
c) ৫৪৮টি
d) ৫৮৮টি
সঠিক উত্তর: b) ৫৩৮টি।
31. অ্যাপলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের নাম কী?
a) অ্যাপল ব্রেইন
b) অ্যাপল ইন্টেলিজেন্স
c) অ্যাপল স্মার্ট
d) অ্যাপল আইডেন্টিটি
সঠিক উত্তর: b) অ্যাপল ইন্টেলিজেন্স।
32. 'বিশ্ব অডিওভিস্যুয়াল হেরিটেজ' দিবস কবে পালিত হয়?
a) ২৫ অক্টোবর
b) ২৬ অক্টোবর
c) ২৭ অক্টোবর
d) ২৮ অক্টোবর
সঠিক উত্তর: c) ২৭ অক্টোবর।
33. 'বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৪' কোন দেশের সরকার আয়োজন করেছে?
a) জার্মানি
b) ফ্রান্স
c) নরওয়ে
d) যৌথভাবে জার্মানি, ফ্রান্স ও নরওয়ে সরকার
সঠিক উত্তর: d) যৌথভাবে জার্মানি, ফ্রান্স ও নরওয়ে সরকার।
34. সৌদি আরবে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে বড় ভবনের নাম কী?
a) মুকাব
b) জেদ্দা টাওয়ার
c) কিংডম টাওয়ার
d) আল মুকাব
সঠিক উত্তর: a) মুকাব।
35. দেশের সর্বশেষ (২৯তম) গ্যাসক্ষেত্রের নাম কী?
a) শ্রীমঙ্গল
b) ইলিশা-১
c) সীতাকুণ্ড
d) রামপাল
সঠিক উত্তর: b) ইলিশা-১।
36. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি কে?
a) সালাউদ্দিন
b) তাবিথ আউয়াল
c) হারুনুর রশিদ
d) অঞ্জন চৌধুরী
সঠিক উত্তর: b) তাবিথ আউয়াল।
37. 'ভ্যাট' কী ধরনের কর?
a) প্রত্যক্ষ কর
b) পরোক্ষ কর
c) সম্পত্তি কর
d) আয়কর
সঠিক উত্তর: b) পরোক্ষ কর।
38. বাংলা একাডেমির নতুন সভাপতি কে?
a) সেলিনা হোসেন
b) আবুল কাসেম ফজলুল হক
c) মোহাম্মদ নাসির
d) হাসান আজিজুল হক
সঠিক উত্তর: b) আবুল কাসেম ফজলুল হক।