Daily GK MCQ 23 October 2024
1. সম্প্রতি সিলেটের হরিপুরে কত ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে?
a) ৬ মিলিয়ন ঘনফুট
b) ৭ মিলিয়ন ঘনফুট
c) ৮ মিলিয়ন ঘনফুট
d) ৯ মিলিয়ন ঘনফুট
সঠিক উত্তর: c) ৮ মিলিয়ন ঘনফুট
2. জাতিসংঘের জলবায়ু ফ্রেমওয়ার্ক কনভেনশন (কপ২৯) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কে?
a) অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস
b) অধ্যাপক ড. কামাল হোসেন
c) অধ্যাপক ড. সেলিনা হায়াৎ
d) অধ্যাপক ড. শামসুজ্জোহা
সঠিক উত্তর: a) অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস
3. 'ইসাবেলিন হুইটিয়ার' কী?
a) একটি নতুন প্রজাতির মাছ
b) একটি নতুন প্রজাতির পাখি
c) একটি নতুন প্রজাতির পশু
d) একটি নতুন প্রজাতির গাছ
সঠিক উত্তর: b) একটি নতুন প্রজাতির পাখি
4. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?
a) ২১ অক্টোবর
b) ২২ অক্টোবর
c) ২৩ অক্টোবর
d) ২৪ অক্টোবর
সঠিক উত্তর: b) ২২ অক্টোবর
5. 'থাড' কোন দেশের তৈরি প্রতিরক্ষাব্যবস্থা?
a) যুক্তরাজ্য
b) চীন
c) যুক্তরাষ্ট্র
d) রাশিয়া
সঠিক উত্তর: c) যুক্তরাষ্ট্র
6. ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
a) মস্কো
b) কাজান
c) বেজিং
d) দিল্লি
সঠিক উত্তর: b) কাজান
7. 'ফাইভ আইস' জোটের সদস্য রাষ্ট্রগুলো কোনগুলো?
a) ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা
b) যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
c) যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড
d) যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, কানাডা
সঠিক উত্তর: b) যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া
8. 'ফালাকুল আফলাক দুর্গ' কোথায় অবস্থিত?
a) ইরাক
b) ইরান
c) সৌদি আরব
d) তুরস্ক
সঠিক উত্তর: b) ইরান
9. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর যাত্রা শুরু হয় কবে?
a) ১৯৭১ সালের ১ জানুয়ারি
b) ১৯৭২ সালের ১ জানুয়ারি
c) ১৯৭৩ সালের ১ জানুয়ারি
d) ১৯৭৪ সালের ১ জানুয়ারি
সঠিক উত্তর: b) ১৯৭২ সালের ১ জানুয়ারি
10. ব্রিটেনের রাজা চার্লস একাধারে রাষ্ট্রপ্রধান কতটি দেশের?
a) ১০টি দেশের
b) ১২টি দেশের
c) ১৪টি দেশের
d) ১৬টি দেশের
সঠিক উত্তর: c) ১৪টি দেশের
11. ২০২৪ নারী টি-২০ বিশ্বকাপে সেরা একাদশে বাংলাদেশের কোন খেলোয়াড় স্থান পেয়েছেন?
a) ফারজানা হক
b) নিগার সুলতানা জ্যোতি
c) সালমা খাতুন
d) রুমানা আহমেদ
সঠিক উত্তর: b) নিগার সুলতানা জ্যোতি
12. 'রূপসী বাংলার কবি', 'নির্জনতম কবি', 'শুদ্ধতম কবি' হিসেবে কে পরিচিত?
a) কবি সুকান্ত ভট্টাচার্য
b) কবি জীবনানন্দ দাশ
c) কবি রবীন্দ্রনাথ ঠাকুর
d) কবি সেলিনা হায়াৎ
সঠিক উত্তর: b) কবি জীবনানন্দ দাশ (মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪)
13. ২০২৩-২৪ অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপিতে পরিবহন সেক্টরের অবদান কত?
a) ৫.৫%
b) ৬.৩%
c) ৭.৩%
d) ৮.২%
সঠিক উত্তর: c) ৭.৩%
14. বিশ্বব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হতে পারে?
a) ৩%
b) ৪%
c) ৫%
d) ৬%
সঠিক উত্তর: b) ৪%
15. অক্সফামের প্রতিবেদনে শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান কত?
a) ১৫৮তম
b) ১৬১তম
c) ১৬৪তম
d) ১৬৭তম
সঠিক উত্তর: b) ১৬১তম (১৬৪টি দেশের মধ্যে)
16. ঘূর্ণিঝড় 'ডানা' কে নামকরণ করেছে?
a) ভারত
b) পাকিস্তান
c) কাতার
d) বাংলাদেশ
সঠিক উত্তর: c) কাতার
17. সম্প্রতি কিউবায় আঘাত হানা শক্তিশালী হারিকেনের নাম কী?
a) হার্ভে
b) ফ্লোরেন্স
c) অস্কার
d) মারিয়া
সঠিক উত্তর: c) অস্কার
18. শাহপরী দ্বীপের অবস্থান কোথায়?
a) পটুয়াখালী
b) টেকনাফ, কক্সবাজার
c) চট্টগ্রাম
d) বরগুনা
সঠিক উত্তর: b) টেকনাফ, কক্সবাজার
19. রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন কবে শুরু হচ্ছে?
a) ২১ অক্টোবর ২০২৪
b) ২২ অক্টোবর ২০২৪
c) ২৩ অক্টোবর ২০২৪
d) ২৪ অক্টোবর ২০২৪
সঠিক উত্তর: b) ২২ অক্টোবর ২০২৪
20. গ্লোবাল ইনইকুয়েলিটি ইনডেক্স সূচকে বাংলাদেশের অবস্থান কত?
a) ১২১তম
b) ১২৪তম
c) ১২৭তম
d) ১৩০তম
সঠিক উত্তর: b) ১২৪তম (সূত্র: অক্সফাম অ্যান্ড ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল)
21. 'ঝরা পালক' কাব্যগ্রন্থের কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন কবে?
a) ২০ অক্টোবর ১৯৫৪
b) ২১ অক্টোবর ১৯৫৪
c) ২২ অক্টোবর ১৯৫৪
d) ২৩ অক্টোবর ১৯৫৪
সঠিক উত্তর: c) ২২ অক্টোবর ১৯৫৪