Daily GK 20 October 2024
✏️ মুসলিম রেঁনেসার কবি হিসেবে পরিচিত?
উত্তর: ফররুখ আহমদ। (মৃত্যু: ১৯ অক্টোবর, ১৯৭৪)
✏️ ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ব্যঙ্গাত্মক কবিতা লেখকের নাম কী?
উত্তর: জোনাথন সুইফট। (মৃত্যু: ১৯ অক্টোবর, ১৭৪৫)
✏️ বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর: ৪,৫৮০টি। (সূত্র: স্থানীয় সরকার মন্ত্রণালয়)
✏️ বর্তমানে দেশে কতটি বিদ্যুৎকেন্দ্র চালু আছে?
উত্তর: ১৪৪টি। (সরকারি-৬২টি, বেসরকারি-৮০টি এবং ২টি যৌথভাবে)
✏️ সম্প্রতি কোন দেশ বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে?
উত্তর: এস্তোনিয়া।
✏️ ব্রিকসের ১৬তম সম্মেলন কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: রাশিয়ার কাজানে, ২২-২৪ অক্টোবর।
✏️ মিসরে মোট পিরামিডের সংখ্যা কতটি?
উত্তর: ১১৮টি।
✏️ সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধানকে জার্মানি তাদের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার প্রদান করেছেন?
উত্তর: জো বাইডেনকে। (পুরস্কার: গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মেরিট)
✏️ দাবায় নতুন বিশ্ব চ্যাম্পিয়ন কে?
উত্তর: আলীরেজা ফিরুজজা (ইরানি-ফরাসি দাবাড়ু)।
✏️ বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসার কে?
উত্তর: কাশফিয়া আরফা।
✏️ মিসরের ১১৮টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় ও উঁচু কোনটি?
উত্তর: গিজার গ্রেট পিরামিড।
✏️ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে এখন ইউনিয়ন পরিষদ কতটি?
উত্তর: ৪,৫৮০টি।
✏️ বর্তমানে দেশে চালু থাকা বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তর: ১৪৪টি (সরকারি ৬২টি)।
✏️ ব্রিকসের ১৬তম সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৪ সালে কাজান, রাশিয়া।
✏️ বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
✏️ মুসলিম রেঁনেসার কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী কবে?
উত্তর: ১৯ অক্টোবর ২০২৪।
✏️ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: বুধ।
✏️ এ ইয়াহিয়া সিনওয়ার কোন সংগঠনের শীর্ষ নেতা ছিলেন?
উত্তর: হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস)।
✏️ 'অক্সফাম' কোন দেশ ভিত্তিক দাতব্য সংস্থা?
উত্তর: ইউনাইটেড কিংডম।
✏️ 'গ্লোবাল ওয়াটার প্যাক্ট' নিয়ে কাজ করে কোন কমিশন?
উত্তর: গ্লোবাল কমিশন অন দ্য ইকোনমিক্স অফ ওয়াটার (GCEW)।
✏️ 'জাবালিয়া' শহর কোথায় অবস্থিত?
উত্তর: গাজা উপত্যকা, ফিলিস্তিন।
✏️ বঙ্গোপসাগরে সম্ভাব্য পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর: 'ডানা'।
✏️ 'ব্ল্যাক বেবি' কীসের নাম?
উত্তর: হাইব্রিড তরমুজ।
✏️ 'সোনালি ব্যাগ' তৈরি করেছেন কোন বিজ্ঞানী?
উত্তর: মোবারক আহমদ খান।
✏️ Who is recognized as the poet of the Muslim Renaissance?
Answer: Farrokh Ahmed. (Death: October 19, 1974)
✏️ What is the name of the most popular satirical poem writer in English literature?
Answer: Jonathan Swift. (Death: October 19, 1745)
✏️ How many total Union Councils are there in Bangladesh?
Answer: 4,580. (Source: Local Government Ministry)
✏️ How many power plants are currently operational in the country?
Answer: 144. (Public-62, Private-80, and 2 Jointly)
✏️ Which country recently offered to collaborate with Bangladesh in the ICT sector?
Answer: Estonia.
✏️ Where and when will the 16th BRICS Summit be held?
Answer: In Kazan, Russia, from October 22 to 24.
✏️ How many pyramids are there in Egypt?
Answer: 118.
✏️ Which head of state recently received Germany's highest honor?
Answer: Joe Biden. (Award: Grand Cross of the Order of Merit)
✏️ Who is the new World Chess Champion?
Answer: Alireza Firouzja (Iranian-French chess player).
✏️ Who is the first and only female racer in Bangladesh?
Answer: Kashfia Arfa.
✏️ Which is the largest and tallest pyramid among the 118 in Egypt?
Answer: The Great Pyramid of Giza.
✏️ According to the Local Government Ministry, how many Union Councils are currently in the country?
Answer: 4,580.
✏️ How many power plants are currently operational in the country?
Answer: 144 (62 public).
✏️ When and where will the 16th BRICS Summit be held?
Answer: In 2024, Kazan, Russia.
✏️ What is the real name of Bonful?
Answer: Bolai Chand Mukhopadhyay.
✏️ When is the 50th death anniversary of the poet Farrokh Ahmed?
Answer: October 19, 2024.
✏️ Which planet is closest to the sun?
Answer: Mercury.
✏️ Which organization was Yahya Sinwar the top leader of?
Answer: Hamas (Harakat al-Muqawama al-Islamiyya).
✏️ Which country is Oxfam based in?
Answer: United Kingdom.
✏️ Which commission works on the Global Water Pact?
Answer: Global Commission on the Economics of Water (GCEW).
✏️ Where is the city of Jabalia located?
Answer: Gaza Strip, Palestine.
✏️ What is the name of the potential next cyclone in the Bay of Bengal?
Answer: 'Dana'.
✏️ What does 'Black Baby' refer to?
Answer: Hybrid watermelon.
✏️ Which scientist created the 'Golden Bag'?
Answer: Mobarak Ahmad Khan.