বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট পদে ৯২ বিএএফএ কোর্সের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট পদে ৯২ বিএএফএ কোর্সের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীরা আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য সময়সীমা ৫ এপ্রিল ২০২৫। এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১১ অক্টোবর ২০২৪
পদের সংখ্যা: ৪টি
চাকরির খবর: ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ০১ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ: ০৫ এপ্রিল ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইট: joinairforce.baf.mil.bd
আবেদন করার লিংক: অফিসিয়াল নোটিশের নিচে
পদের নাম: অফিসার ক্যাডেট
জনবল নিয়োগ: ৯২ বিএএফএ কোর্সের ৪টি শাখা
শাখাসমূহ:
1. জিডি (পি)
2. লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি
3. অ্যাডমিন
4. ফিন্যান্স
যোগ্যতা:
জিডি (পি) শাখা:
এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি শাখা:
এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি।
অ্যাডমিন শাখা:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে লেটার গ্রেড বি।
ফিন্যান্স শাখা:
এসএসসি ও এইচএসসি (ব্যবসায় শিক্ষা শাখা) উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০। উভয় পরীক্ষায় হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। ও লেভেলে হিসাব বিজ্ঞানসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে হিসাব বিজ্ঞানসহ দুটি বিষয়ে লেটার গ্রেড বি।
আরও বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতির জন্য এখানে ক্লিক করুন