# সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের অন্তবর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
# সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে?
উত্তর: জাতীয় পার্টি (জেপি)।
# গ্রেফতার হওয়া জাতীয় পার্টির (জেপি) বর্তমান চেয়ারম্যানের নাম কী?
উত্তর: আনোয়ার হোসেন মঞ্জু।
# সম্প্রতি কোন দেশটির 'গুপ্তচর তিমি' মৃত অবস্থায় পাওয়া গেছে? উত্তর: রাশিয়া।
# নরওয়ের সমুদ্র সীমায় মৃত অবস্থায় পাওয়া রুশ তিমিটি'র নাম কী?
উত্তর: হাবালদিমির।
# বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত নতুন পররাষ্ট্র সচিবের নাম কী?
উত্তর: খুরশেদ আলম।
# নতুন ভিসা নীতি অনুসারে পাকিস্তানে যেতে কয়টি দেশের ভিসা লাগবে না?
উত্তর: ১২৬টি।
# সম্প্রতি কোন দেশটি বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে?
উত্তর: ভারত।
# বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে?
উত্তর: গৌতম আদানি।
# সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩৭তম।
# বিশ্বে প্রথম অর্থোপেডিক মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করেছে কেন দেশ?
উত্তর: চীন।
# সম্প্রতি মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) নিষিদ্ধ করেছে কোন দেশ?
উত্তর: আফগানিস্তান।
# দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থার (আসিয়ান) বর্তমান সদস্যা রাষ্ট্র কয়টি?
উত্তর: 10টি।
# 2023-24 অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা কত টাকা?
উত্তর: 15 হাজার 100 কোটি টাকা।
# সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে?
উত্তর: গুমবিরোধী আন্তর্জাতিক সনদ।
# ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র কে?
উত্তর: ফাতেমেহ মোহাজেরানি।