Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ১৪ সেপ্টেম্বর ২০২৪


# 'চাঁপাভাঙ্গার বৌ' গল্পটির রচয়িতা কে?

উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। (মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭১)

#  সংবিধানের কত নং অনুচ্ছেদে 'ফ্লোর ক্রসিং' নিয়ে বলা হয়েছে?

উত্তর: ৭০ নং অনুচ্ছেদে।

# দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: ৫২৫ মেগাওয়াট।

# সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে?

উত্তর: সৌদি আরব।

# বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?

উত্তর: অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

# বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান কে?

উত্তর: আশিক চৌধুরী। (তিনি ৪১ হাজার ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাফ দিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন) 

# সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন?

উত্তর: মাহমুদ হোসেন খান দুলাল। (ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি)

# WHO কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কিপক্সের টীকার নাম কী? 
উত্তর: এমভিএ-বিএন।

# 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনির রচয়িতা কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী। (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯০৪)

# IMF এর হিসেবে বর্তমান দেশের রিজার্ভের পরিমাণ কত?

উত্তর: ১৯.৪৪ বিলিয়ন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# বুয়েটের নতুন উপাচার্যের নাম কী?

উত্তর: আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

# সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক AI অলিম্পিয়াডে বাংলাদেশের অজর্ন কী?

উত্তর: দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক।

# সেপ্টেম্বর মাসের ১ম ৭দিনে কত টাকার রেমিটেন্স এসেছে?

উত্তর: ৭ হাজার কোটি টাকা।

# 'ফ্রান্সিন' কীসের নাম?

উত্তর: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়।

# 'পোলারিস ডন' কী?

উত্তর: বিশ্বের ১ম বাণিজ্যিক স্পেসওয়াকের জন্য স্পেসএক্সের নতুন মিশন।

# সম্প্রতি 'ইয়াগি' নামক টাইফুন কোন দেশে আঘাত হেনেছে?

উত্তর: ভিয়েতনাম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image

#buttons=(নিয়ম জানা আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট থেকে PDF ফাইল ডাউনলোড করার নিয়ম জানা না থাকলে নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
Ok, Go it!