# পদ্মা রেলসংযোগের মোট নির্মাণ ব্যায় কত?
উত্তর: ৩৯,২৪৭ কোটি টাকা। (সূত্র: বাংলাদেশ রেলওয়ে)
# সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (ICB) নতুন চেয়ারম্যানের নাম কী?
উত্তর: অধ্যাপক আবু আহমেদ।
# জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) নতুন চেয়ারম্যানের নাম কী?
উত্তর: অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
# তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরে মোট কতটি ব্লক রয়েছে?
উত্তর: ২৬টি।
# সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'নাবিক' নামক একটি জল-রোবট তৈরি করেছে?
উত্তর: ব্র্যাক বিশ্ববিদ্যালয়। (দল: নাবিক অটোমেশনস)
# সম্প্রতি কোন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) বন্ধ করা হযেছে?
উত্তর: ব্রাজিল।
# বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে?
উত্তর: ১৯৯১ সালে।
# ২০২৩-২৪ অর্থবছরে মোট কত ডলারের দেশীয় পণ্য রপ্তানি হয়েছে?
উত্তর: ৪০.৮১ বিলিয়ন ডলার। (রপ্তানি কমেছে ৫.৮৯%) [সূত্র: বাংলাদেশ ব্যাংক]
সকল চাকরির সার্কুলার পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
# বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট মুনাফার পরিমাণ কত?
উত্তর: ৪০ হাজার কোটি টাকা। [নিট মুনাফা ১৫,১০০ কোটি টাকা]
# চলতি অর্থবছরে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির পরিমাণ কত?
উত্তর: ১৫ দশমিক ৯১ শতাংশ। [সূত্র: বাংলাদেশ ব্যাংক]
# কত সাল থেকে বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি শুরু করে?
উত্তর: ১৯৭৬ সাল থেকে।
# প্রথমবারের মতো মাংকিপক্স সনাক্ত হয়েছিল কোন দেশে?
উত্তর: ডেনমার্ক-১৯৫৮ সালে। [মানবদেহে ১৯৭০ সালে প্রথমবারের মতো কঙ্গোতে শনাক্ত হয়]
# নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের সদ্য প্রয়াত রাজার নাম কী?
উত্তর: তুহেইশিয়া পুতাতাউ তে হোয়েরোহোয়েরো। [মৃত্যু: ৩০ আগস্ট, ২০২৪]
# জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের নাম কী?
উত্তর: ফলকার টুর্ক।
# 'আসনা' নামক ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: আরব সাগরে।
# যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম (R2F) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: উইলিয়াম বি মাইলাম। (বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত)