# বর্তমানে দেশের মোট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কতটি?
উত্তর: ৭২৪টি। [সূত্র: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি]
# দেশের কী পরিমাণ জনগোষ্ঠী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সম্পৃক্ত?
উত্তর: ৪ কোটি ১৯ লাখ মানুষ। [সূত্র: এমআরএ]
# অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার নাম কী?
উত্তর: ড. ওয়াহিদ উদ্দিন।
# কম্পিউটার মাউসের আবিষ্কারকের নাম কী?
উত্তর: ডগলাস অ্যাঞ্জেলবার্ট। [১৯৬৪ সালে আবিষ্কৃত হয়]
# ২০৩০ সালের মধ্যে বিশ্বে কী পরিমাণ দুর্যোগ বৃদ্ধি পাবে?
উত্তর: ৪০ শতাংশ।
# চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তির নাম কী?
উত্তর: নিল আর্মস্ট্রং। (মৃত্যু: ২৫ আগস্ট, ২০১২)
# 'বিএনটি ১১৬' কী?
উত্তর: ফুসফুস ক্যান্সারের জন্য বিশ্বের ১ম পরীক্ষামূলক টীকা।
# দক্ষিণ আফ্রিকার ১ম নারী বিচারকের নাম কী?
উত্তর: মান্দিসা মায়া।
# আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ২৪ আগস্ট, ১৯৮৮।
# বিশ্বে বিমা শিল্পে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৬৬তম।
# বর্তমানে দেশে বিমা কোম্পানির সংখ্যা কতটি?
উত্তর: ৭৮টি।
# ২০২৩ সালে GDP'তে বিমা শিল্পের অবদান কত?
উত্তর: ০.৫৫ শতাংশ (সূত্র: IDRA)
# ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-এপ্রিল) তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ২ হাজার ৯৬৮ কোটি ডলার (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
# পিস মেমোরিয়াল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: জাপানের হিরোশিমায় (১ এপ্রিল ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়)।
# যুক্তরাজ্যর প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রীর নাম কী?
উত্তর: ব্যারিস্টার শাবানা মাহমুদ।
# পরীক্ষামূলকভাবে শুরু করা বিশ্বের প্রথম ক্যানসারের টিকার নাম কী?
উত্তর: বিএনটি১১৬ (বানিয়েছে বায়োএনটেক)।