# দেশের ২৫তম প্রধান বিচারপতির নাম কী?
উত্তর: সৈয়দ রেফাত আহমেদ।
# সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন?
উত্তর: ৯৫(১)।
# বর্তমানে দেশে কী পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে?
উত্তর: ১৮ লাখ ৯৪ হাজার ৭৪ টন। [সূত্র: খাদ্য মন্ত্রণালয়]
# অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কে?
উত্তর: নূরজাহান বেগম।
# কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১১ আগস্ট, ১৯২২ সালে।
# ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'ফাত-৩৬০' কোন দেশের তৈরি?
উত্তর: ইরান।
# ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কে আবিষ্কার করেন?
উত্তর: প্রকৌশলী গুরুদীপ সিং পাল; (১৯৯৬)।
# বিখ্যাত চিত্রকর্ম 'চর দখল' কার আঁকা?
উত্তর: এস এম সুলতান (জন্ম: ১০ আগস্ট, ১৯২৩)
# রাষ্ট্রপতি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে?
উত্তর: ১০৬ অনুচ্ছেদ (সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার)
# বাংলাদেশে মোট থানার সংখ্যা কত?
উত্তর: ৬৩৯টি।
# বর্তমানে দেশে প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা কয়টি?
উত্তর: ২ লাখ ১২ হাজার ৫৮০টি। (সূত্র: আরজেএসসি)
# ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কে?
উত্তর: গোয়েন লুইস।
# চলতি বছর (জানুয়ারি-জুলাই) AI খাতে বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার।
# মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নাম কী?
উত্তর: ম্যাথিউ মিলার।
# অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) এর বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তর: ৩৮টি।