Header Ads1

PDF সার্চ করুন:

Notice Board

আমাদের ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করার নিয়ম দেখতে এখানে ক্লিক করুন
PDF ডাউনলোড নিয়ম

Header ads2

নিয়মিত আপডেট পেতে আমাদের নিচের 👇 চ্যানেলে Join করুন


Daily আপডেট GK ১৬ জুলাই ২০২৪


# 'বিশ্ব যুব দক্ষতা দিবস' কবে পালন করা হয়?
উত্তর: ১৫ জুলাই।

# বাংলাদেশের প্রথম আধুনিক ভবন (আর্ট কলেজ) এর ডিজাইনার কে?
উত্তর: মাজাহারুল ইসলাম। (১৫ জুলাই, ২০১২)

# ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি খাতে ICT পণ্যের রপ্তানি মূল্য কত?
উত্তর: ৪৭৯.৯৬ মিলিয়ন ডলার (সূত্র: ইপিবি)

# বর্তমানে দেশে কর্মক্ষম জনশক্তির সংখ্যা কত?
উত্তর: ১০ কোটি ৫৬ লাখ। (মোট জনসংখ্যার ৬৬ শতাংশ, সূত্র: UNDP)

# বর্তমানে পৃথিবীজুড়ে উৎপাদিত চিংড়ির কত শতাংশ ভেনামি জাতের চিংড়ি?
উত্তর: ৮০ শতাংশ।

# বিমসটেক শীর্ষ সম্মেলন ২০২৪ কবে অনুষ্ঠিত হবে? 
উত্তর: ৪ সেপ্টেম্বর, ২০২৪।

# ২০২৪ সালে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: ব্যাংকক, থাইল্যান্ড।

# সদ্য নিয়োগপ্রাপ্ত নোপালের নুতন প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: কেপি শর্মা ওলি।

# প্রথম স্বাধীনতা ইশতেহার পাঠ করেন কে?
উত্তর: শাহজাহান সিরাজ। (মৃত্যু: ১৪ জুলাই, ২০২০)

# বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১১৫টি।

# ২০২৪ সালে জাতীয় রপ্তানি পদক পাচ্ছে কতটি প্রতিষ্ঠান?
উত্তর: ৭৭টি।

# ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ১০.৬৬ শতাংশ।

# বর্তমানে দেশে দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ কত?
উত্তর: ৬২ দশমিক ৫৮ গ্রাম।

# বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যার পরিমাণ কত?
উত্তর: ৮২০ কোটি। (সূত্র: জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস-২০২৪)

# বর্তমানে বছরে একজন মানুষ গড়ে কী পরিমাণ কার্বণ-ডাই-অক্সাইড নিঃসরণ করেন?
উত্তর: ৪ দশমিক ৩ টন। (সূত্র: বিশ্বব্যাংক)

# ফরাসি বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: ১৪ জুলাই, ১৭৮৯। (বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Example Image